রূপালী গোস্বামীর নানা রঙের ছবি

22 Aug 2022, 07:18 AM

রূপালী গোস্বামীর নানা রঙের ছবি

 

শিল্পী পরিচিতি - নাম - রূপালী গোস্বামী। পিতা - স্বর্গীয় প্রাণ গোপাল গোস্বামী, মাতা - স্বর্গীয় রেবা গোস্বামী। স্বামী - শ্রী জয়ব্রত ভট্টাচার্য, ঠিকানা- 37A, Chandi Ghosh Road, Tallygange, Kudghat, Kolkata - 40, Mobile no:- 8583933276. Artist drawing Gold Medelist.  একাধারে শিল্পী ও অন্যদিকে লেখক। নিজস্ব আঁকার স্কুল আছে। দেশ - বিদেশের বিভিন্ন পত্র পত্রিকার সঙ্গে কবি হিসেবে যুক্ত। online ও offline এ নিয়মিত লেখা প্রকাশিত হয়েছে এবং হয়ে চলেছে এবং বিভিন্ন স্থান থেকে বহু সম্মাননা ও উপাধি সম্মানে ভূষিত হয়েছেন। বিশ্ব বঙ্গের বিভিন্ন পত্র পত্রিকা থেকে বিভিন্ন সংবর্ধনা ও সম্মান এবং উপাধি প্রাপ্ত হয়েছে। বিভিন্ন সাহিত্য সংস্থা থেকে বহু শংসাপত্র, মেডেল,মেমেণ্টো, স্বর্ণপদক, রৌপ্য পদক, মানপত্র প্রাপ্তি হয়েছে। কবির প্রকাশিত গ্রন্থ 'কাব্য মঞ্জরী ', আকাশ কুসুম, অনুভব। বিভিন্ন T.V. channel a সাহিত্য চর্চা নিয়ে অংশগ্রহণ। নিজের লেখা কাহিনি, চিত্রনাট্য, সংলাপ, Voice নিয়ে গোয়েন্দা গল্প নাম ব্ল্যাকমেল Teleflim রিলিজ হয়েছে। নিজের নামে My Stamp এবং "কিছু কথা কিছু স্মৃতি " নামে একটি Documentary প্রকাশিত হয়েছে। Bengal National Award 2021 , Best Achievers Award 2022 ,west Bengal. প্রাপ্তি হয়েছে।

Mailing List