কলেজ ছাত্রীকে অপহরণের অভিযোগ হাওড়ায়

কলেজ ছাত্রীকে অপহরণের অভিযোগ হাওড়ায়
সুলেখা চক্রবর্তী, হাওড়া
এক কলেজ ছাত্রীকে অপহরণের চেষ্টার ঘটনায় সোমবার দুপুর থেকে মঙ্গলবার পর্যন্ত তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়ার বাগনান থানা এলাকায়। জানা গিয়েছে, ওই কলেজ ছাত্রী বাঙালপুর এলাকার বাসিন্দা। ওই কলেজ ছাত্রী সোমবার দুপুরবেলায় টিউশন পড়তে যাওয়ার সময় একটি টোটো তে ওঠে বাঙ্গালপুর মোড় থেকে। এরপর ওই কলেজ ছাত্রীকে টোটোচালক মাঝের পোলে জোর করে নামিয়ে দেয় বলে অভিযোগ। নির্জন দুপুরে নামিয়ে দেওয়ার কয়েক মিনিট পরেই দুই অজ্ঞাত পরিচয় ব্যক্তি তার মুখে স্প্রে ছিটিয়ে দিয়ে অজ্ঞান করে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। পরবর্তী সময়ে ওই কলেজ ছাত্রীকে একটি ঘরে ঘরে আটকে রাখা হয়। পরে বুদ্ধি করে সে ঘর থেকে বেরিয়ে আসে। ফাঁকা মাঠ ধরে ছুটতে থাকে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই কলেজ ছাত্রীর পরিবার বাগনান থানায় বিষয়টি জানালেও প্রথমদিকে কোন রকম কর্ণপাত করেনি পুলিশ প্রশাসন। পরবর্তী সময়ে বাগনান থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত করছে পুলিশ, এমনটাই অভিযোগ ছাত্রীর পরিবারের। ঘটনার তদন্তে নেমে প্রাথমিকভাবে ধোঁয়াশা তৈরি হয়েছে। একাধিক প্রশ্নও দেখা দিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই কলেজ ছাত্রীকে যদি অপহরণই করা হয় তাহলে দীর্ঘক্ষণ কেটে যাওয়ার পরেও তার বাড়িতে কোনও ফোন গেল না কেন? কিংবা ওই কলেজ ছাত্রীর যদি কোনও শারীরিক ক্ষতি করার চেষ্টা করত অপহরণকারীরা, তাহলে তার কাছে ফোন রেখে দেবে কেন? সব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। উল্লেখ্য, মাঝের পোল এলাকায় আগে ও একাধিক চুরি, ছিনতাই ঘটেছে।


