মেদিনীপুর সদর ব্লকের হেতাশোল গ্রামে হাতি তাড়ানোকে কেন্দ্র করে গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষ, আহত ৫ জন

মেদিনীপুর সদর ব্লকের হেতাশোল গ্রামে হাতি তাড়ানোকে কেন্দ্র করে গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষ, আহত ৫ জন
আনফোল্ড বাংলা প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর: হাতির পাল সাবাড় করে দিচ্ছে বিঘার পর বিঘার জমির ফসল। হাতির হাত থেকে ফসল বাঁচাতে গ্রামবাসীরা পালা করে রাত জেগে ফসল পাহারা দিচ্ছেন। বুধবার রাতে ৩৫ টি হাতির পালকে মেদিনীপুর সদর ব্লকের বন দফতরের চাঁদড়া রেঞ্জের তামাকবাড়ি থেকে হেতাশোল গ্রামের দিকে তাড়ানো হয়। এরপর তাঁরাও নিজেদের ফসল বাঁচাতে হাতির পালকে পুনরায় তামাকবাড়ির দিকে তাড়িয়ে নিয়ে যান। এসময় দু পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে দুই গ্রামের ৫ জন আহত হয়েছেন। তাঁদের স্থানীয় দে পাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে গুড়গুড়িপাল থানার পুলিশ ও বন কর্মীরা গিয়ে পরিস্থিতির সামাল দেন। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে হেতাশোল ও তামাকবাড়ি এলাকায চাঞ্চল্য দেখা দিয়েছে। কয়েকদিন ধরে হাতির দল ওই এলাকায় ঢুকে ধান চাষের জমিতে গিয়ে ব্যাপক তাণ্ডব শুরু করেছে। যার ফলে বিঘার পর বিঘা ধান চাষের জমির ক্ষতি করছে হাতির দল, সর্বস্বান্ত হচ্ছেন ওই এলাকার চাষীরা। তাই রাত জেগে গ্রামবাসীরা নিজেদের জমি পাহারা দিচ্ছেন। সেই জমি পাহাড় দেখতে গিয়ে দুটি গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনায় রীতিমতো এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।


