শিক্ষক ও অভিভাবকদের মধ্যে হাতাহাতি, পুরুলিয়ার পাড়া ব্লকের সড়বেড়িয়া গ্রামে স্কুলে ঝুলল তালা

শিক্ষক ও অভিভাবকদের মধ্যে হাতাহাতি, পুরুলিয়ার পাড়া ব্লকের সড়বেড়িয়া গ্রামে স্কুলে ঝুলল তালা
আশিস বন্দ্যোপাধ্যায়, পুরুলিয়া
নির্দিষ্ট সময়ে বিদ্যালয়ে আসেন না প্রধান শিক্ষক থেকে অন্যান্য শিক্ষকরা। অভিযোগ, প্রায় দিনেই দেরি করে আসেন শিক্ষকেরা। নিয়মিত হয় না মিড ডে মিলের রান্নাও।
এমনি অভিযোগ তুলে শুক্রবার পুরুলিয়ার পাড়া ব্লকের সড়বেড়িয়া গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে তালা লাগিয়ে বিক্ষোভ দেখান এদিন গ্রামের বাসিন্দারা ও অভিভাবকেরা। দেরি করে বিদ্যালয়ে প্রধান শিক্ষক আসতেই প্রধান শিক্ষক ও অভিভাবকদের মধ্যে বচসা শুরু হয়। বচসা থেকে হাতাহাতি পর্যন্ত শুরু হয়ে যায় বলে অভিযোগ। প্রধান শিক্ষকের উপর অভিভাবকরা চড়াও হতেই প্রধান শিক্ষকও হাত চালান অভিভাবকদের উপরস এমনি অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে পুরুলিয়ার পাড়া ব্লকের সড়বেড়িয়া গ্রাম।
ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার থেকেই। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত বিদ্যালয়ে ছাত্র ছাত্রীরা উপস্থিত থাকলেও কোনও শিক্ষক না আসায় উত্তেজিত গ্রামবাসীরা ও অভিভাবকরা বৃহস্পতিবার বিকেলেই বিদ্যালয়ের মূলগেটে তালা ঝুলিয়ে দেন। শুক্রবারেও শিক্ষকেরা নির্দিষ্ট সময়ের পরে বিদ্যালয়ে আসতেই প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকদের ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা। অভিযোগ ঐ সময় প্রধান শিক্ষক গ্রামবাসীদের উপর চড়াও হয়ে মারধর করতে গেলে গ্রামবাসীরাও ঐ শিক্ষকের উপর চড়াও হয়ে চড় থাপ্পড়ও দেয় বলে অভিযোগ।
ঘটনার জেরে শুক্রবার সারাদিন বিদ্যালয়ে হয় নি পড়াশোনা থেকে মিড ডে মিলের রান্না। অভুক্ত ছাত্র ছাত্রীদের নিরাস হয়ে বাড়ি ফিরতে হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমল কর্মকার যদিও অভিভাবকদের ও গ্রামবাসীদের সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।
এদিকে ঘটনার খবর পেয়ে ঐ বিদ্যালয়ে পাড়া থানার পুলিশ কে নিয়ে পৌঁছান পাড়া ব্লকের জয়েন্ট বিডিও। জয়েন্ট বিডিওর সাথে গ্রামবাসীদের ও শিক্ষকদের আলোচনার পর এদিন বিকেলে ঐ বিদ্যালয়ের তালা খুলে দেয় পুলিশ।


