দুরন্ত ছন্দে সিটি, লা লিগায় শীর্ষে বার্সা

দুরন্ত ছন্দে সিটি, লা লিগায় শীর্ষে বার্সা
আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: এফ এ কাপে দুরন্ত জয় পেল ম্যান সিটি। চেলসিকে ৪-০ গোলে উড়িয়ে দিল সিটিজেনরা। আর্লিং হলান্ড নেই, নেই কেভিন ডি ব্রুইনাও। দলের সেরা দুই তারকাকে ছাড়াই ঘরের মাঠে এফএ কাপের ম্যাচে চেলসিকে হেসেখেলে হারাল পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। এই নিয়ে ৭২ ঘণ্টার মধ্যে দুইবার সিটির কাছে হারতে হলো গ্রাহাম পটারের দলকে। এই ম্যাচের জোড়া গোল করার আগে প্রিমিয়ার লিগের সেই ম্যাচেও গোল করছিলেন মাহরেজ। ম্যাচের ২৩ মিনিটে অনবদ্য ফ্রিকিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন রিয়াদ মাহরেজ। পিছিয়ে পড়ার পর আরও ব্যাকফুটে চলে যায় চেলসি। ২৮ মিনিটে বক্সের মধ্যে কাই হাভাত্র্জের হাতে বল লাগায় পেনাল্টি পায় ম্যান সিটি। স্পট কিক থেকে ২-০ করেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের তরুণ স্ট্রাইকার জুলিয়ান আলভারেজ। ম্যাচের ৩৮ মিনিটে ব্যবধান বাড়ান ফিল ফোডেন। দ্বিতীয়ার্ধে খানিকটা লড়াই করার চেষ্টা করে চেলসি।উল্টে ফোডেন ব্যবধান বাড়ান।
এদিকে, লা লিগায় জয় পেল বার্সেলোনা।আতলেতিকো মাদ্রিদকে হারাল ১-০গোলে। নিষেধাজ্ঞার কারণে রবার্ট লেভানডভস্কি না থাকায় এই ম্যাচে চার মিডফিল্ডার নিয়ে দল সাজিয়েছিলেন জাভি। মাঝমাঠ থেকে বলের জোগান বাড়ায় আক্রমণের সুযোগও তৈরি হয় বেশি। তেমনই এক আক্রমণের ধারায় ২২ মিনিটে গোল পেয়ে যায় বার্সেলোনা।
আতলেতিকো রক্ষণের কয়েকজনকে কাটিয়ে বল নিয়ে ডি বক্সে ঢুকে যান পেদ্রি। এরপর বল বাড়ান গাভির দিকে। তিনি অরক্ষিত থাকা দেম্বেলেকে বাড়িয়ে দিলে দূরের পোস্ট দিয়ে বল চলে যায় জালে।যোগ করা সময়ে মারামারি করে লাল কার্ড দেখেন বার্সেলোনার তরেস এবং আতলেতিকোর স্তেফান সেভিচ। দুই দলই দশজনে পরিণত হওয়ায় কেউ অবশ্য বাড়তি সুবিধা নিতে পারেননি।


