‘জওয়ান’ শাহরুখ চেন্নাইয়ের মঞ্চ মাতালেন
চেন্নাইয়ের (Chennai) সাইরাম ইঞ্জিনিয়ারিং কলেজে এদিন বিজয় সেতুপতি, প্রিয়মণি, যোগী বাবু, সানায়া মালহোত্রা, সংগীত পরিচালক অনিরুদ্ধ সহ অন্যান্যদের নিয়ে এক চোখ ধাঁধানো ইভেন্টে 'জওয়ান' ছবির অডিও লঞ্চ করলেন শাহরুখ খান।