কালিয়াগঞ্জে পুলিশের গুলিতে যুবকের মৃত্যুর তদন্ত ভার নিল সিআইডি

কালিয়াগঞ্জে পুলিশের গুলিতে যুবকের মৃত্যুর তদন্ত ভার নিল সিআইডি
আনফোল্ড বাংলা প্রতিবেদন: কালিয়াগঞ্জে পুলিশের গুলিতে মৃত যুবকের মৃত্যুর তদন্তভার গেল সিআইডি-র হাতে। পুলিশ সূত্রে খবর, গুলিতে মৃত যুবক মৃত্যুঞ্জয় বর্মণের পরিবার রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপারের অফিসে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। এবার সেই অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্ত করবে সিআইডি। গত বুধবার উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্য বিষ্ণু বর্মণের ভাই মৃত্যুঞ্জয় বর্মণকে গুলি করে মারার অভিযোগ ওঠে স্থানীয় পুলিশের বিরুদ্ধে। মৃতের পরিবারের অভিযোগ, কালিয়াগঞ্জ থানার এএসআই মোয়াজ্জেম হোসেনের ছোঁড়া গুলিতেই মৃত্যু হয়েছে মৃত্যুঞ্জয়ের। ওই পুলিশ আধিকারিকের বক্তব্য সেদিন রাত্রিবেলা তাঁর উপর হামলা চালানো হয়েছিল। এই অভিযোগ ও পালটা অভিযোগের প্রেক্ষিতে গোটা ঘটনার তদন্তভার দেওয়া হল সিআইডি-কে। কালিয়াগঞ্জ থানায় ভাঙচুর ও আগুন লাগানোর ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে অভিযান চালানোর সময় গত বুধবার রাতে স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য বিষ্ণু বর্মণের বাড়ি যায় পুলিশ। সেখানেই অশান্তি বাধে। আর তাতেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় মৃত্যুঞ্জয় বর্মণের। এরপরই মৃত যুবক বিজেপি কর্মী বলে দাবি করে পথে নামে বিজেপি। রায়গঞ্জ অবরোধের ডাক দেয় গেরুয়া শিবির। রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরীর ডাকে ১২ ঘন্টা উত্তরবঙ্গ বনধেরও ডাক দেয় বিজেপি।


