কামনার শীর্ষে পৌঁছতে বেছে নিন মনের মতো সুগন্ধী

কামনার শীর্ষে পৌঁছতে বেছে নিন মনের মতো সুগন্ধী
আনফোল্ড বাংলা প্রতিবেদনঃ ভালোবাসার মানুষটিকে কেন গোলাপ উপহার দেওয়ার রীতি চলে আসছে বছরের পর বছর জানেন? গোলাপের সৌন্দর্য বা ফুল দিয়ে ঘর সুন্দর করে সাজিয়ে তোলা যদি একটা উদ্দেশ্য হয়, তা হলে অন্যটা নিশ্চিতভাবেই ফুলের সুগন্ধ! বিশেষ সুগন্ধ পুরুষ ও মেয়েদের যৌন চাহিদা বাড়িয়ে তুলতে পারে। জুঁইফুলের গাঢ় সুগন্ধী ল্যাবরেটরিতে তৈরি করতে গিয়ে এক রসায়নবিদ যার সিন্থেটিক ফর্মুলা তৈরি করেন, তা নাকের একটি বিশেষ ফেরোমন রিসেপটরকে উজ্জীবিত করে তোলে, যার ফলশ্রুতি হল উদ্দাম যৌনতা!
তবে শুধু কি জুঁই? কামনা বাড়িয়ে তোলার কাজে পিছিয়ে নেই অন্যান্য সুগন্ধীও!
ভ্যানিলা
চিনের সনাতন ধর্মবিশ্বাসেও সুগন্ধের সঙ্গে যৌন আকর্ষণের গভীর যোগাযোগের সূত্রকে মান্যতা দেওয়া হত এবং সে কারণেই সে দেশের পারফিউমে ভ্যানিলার ব্যবহার ছিল চোখে পড়ার মতো। ভ্যানিলার মিষ্টি গন্ধ একাধারে আমাদের চেতনাকে প্রচন্ড আনন্দিত করে এবং সেই সঙ্গে রিল্যাক্স করতেও সাহায্য করে। যার ফলে স্বাভাবিক কারণেই ঝড় ওঠে বিছানায়।
জুঁই
গ্রিক শব্দ 'হেডন'-এর অর্থ হচ্ছে মজা, আনন্দ এবং যৌন আকাঙ্ক্ষা। জুঁইয়ের গন্ধের মধ্যে রয়েছে 'হেডিওন' নামক একটি সত্ত্ব, যা মানুষের যৌন চেতনাকে উদ্দীপ্ত করে।
দারচিনি
ক্লিওপেট্রা নাকি দারচিনির সুগন্ধে আমোদিত একটি পারফিউম মেখেই মার্ক অ্যান্টনির হৃদয় চুরি করেছিলেন। বুঝতেই পারছেন, তার পর থেকেই কেন গোটা দুনিয়া জুড়ে এই বিশেষ মশলার ক্ষমতা নিয়ে গবেষণা শুরু হয়! পুরুষের ইরেকশনে নাকি দারুণ সাহায্য করে দারচিনির গন্ধ। কোলোন ও পারফিউমে(perfume) বহুল ব্যবহৃত হয় দারচিনির সুবাস।
ল্যাভেন্ডার
পুরুষের যৌন উত্তেজনায় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ল্যাভেন্ডারের। কুমড়োর পাই আর ল্যাভেন্ডারের মিলিত সুগন্ধে পুরুষের শিশ্নে রক্ত সংবহনের হার অন্ততপক্ষে ৪০ শতাংশ বেড়ে যায়। পৃথিবীর অন্য কোনও সুগন্ধ এর চেয়ে বেশি কার্যকর হয় না।
লবঙ্গ
লবঙ্গ মোটামুটি সবার বাড়িতেই থাকে, আমরা রান্নাবান্নায়, ছোটখাটো টোটকায় বা মুখশুদ্ধি হিসেবে হামেশাই লবঙ্গের ব্যবহার করি। গবেষণা অনুযায়ী, লবঙ্গ নারী ও পুরুষের টেস্টোস্টেরন(testosteron) স্তরে আলোড়ন সৃষ্টি করে। লবঙ্গের মতো কিছু মশলায় ‘ইউটেরাইন ভ্যালু’ আছে, যার ফলে উত্তেজিত হয়ে ওঠে আপনার জননাঙ্গ, যৌনতার কামনা জাগে মনে।
লেবুজাতীয় ফল
কোনও সিট্রাস সুগন্ধি মেখে বাইরে বেরোন, চোখে পড়ার মতো তফাৎ টের পাবেন। পুরুষরা লেবুজাতীয় গন্ধের ভক্ত।
চন্দন
চন্দনের গন্ধটা একটু বুনো। তন্ত্রমতে যৌনতার যে সব রীতিনীতি মেনে চলা হয়, তাতে চন্দন অত্যাবশ্যক উপাদান। আপনার যৌন জীবনও আরও আকর্ষক করে তুলতে পারে এই সুগন্ধি।
মহিলাদের একাধিক অরগ্যাজ়মের জন্যও প্রস্তুত করে তোলে এই হার্ব।


