মহাকাশে টমেটো এবং লেটুস ফলিয়ে ইতিহাস তৈরি চিনের!

04 Nov 2023, 06:45 PM
মহাকাশে টমেটো এবং লেটুস ফলিয়ে ইতিহাস তৈরি চিনের!
আনফোল্ড বাংলা প্রতিবেদনঃ চিনা মহাকাশচারীরা বিরাট সাফল্যের মুখ দেখলেন। মহাকাশে সবজির চাষ করার চেষ্টায় বহু দিন ধরে চেষ্টা করেছেন সেখানকার নভোচারীরা। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে বেরিয়ে এসে নিজেদের স্পেস স্টেশন (Space station)তৈরি করেছিলেন। আর তারপর থেকেই একের পর এক নজরকাড়া আবিষ্কার করে চলেছেন চিনা মহাকাশচারীরা। এবার চিনা মহাকাশচারীদের একটি দল মহাকাশে টমেটো এবং লেটুস ফলিয়েছেন।
তিয়াংগং স্পেস (Tiyanggong)স্টেশনে টমেটো এবং লেটুস গাছ নিয়ে অনেকদিন ধরেই গবেষণা করছিলেন। অবশেষে তা ফলাতে পেরেছেন। শুধু তাই নয়, Shenzhou 16 মিশনে থাকা মহাকাশচারী ও যাত্রীরা সেগুলি কেটে খেয়েও ফেলে। Shenzhou 16 মিশন ভবিষ্যতে বিরাট একটি মিশনে পরিণত হতে চলেছে, সে কথা বলাই যায়।


