ছোটদের ছড়া-ছবি

07 Aug 2022, 07:59 AM

ছোটদের ছড়া-ছবি

এবার থেকে এই বিভাগে নিয়মিত বেরোবে ছোটদের ছড়া, ছবি, গল্প, কবিতা। ইচ্ছে থাকলে আপনারাও পাঠাতে পারেন। তবে অবশ্যই বয়স, শ্রেণি, স্কুলের নাম ও স্থানের নাম উল্লেখ করতে হবে। ছড়া, কবিতা ও গল্পের ক্ষেত্রে শিশুদেরও একটি করে ছবি পাঠাবেন। লেখা ও ছবি পাঠাবেন ই-মেলে- [email protected]

 

এবার ছবি পাঠিয়েছে -

১।এম. ডি অসফনদিয়ার হুসেন
বয়স - ১২
স্কুল - স্যাক্রেড হার্ট হাইস্কুল, খড়্গপুর

২। শ্রেষ্ঠা ব্যানার্জি
বয়স - ১৪
স্কুল - সেন্ট ভিনসেন্ট কনভেনন্ট স্কুল, বালেশ্বর

৩। অর্ণব ব্যানার্জী
বয়স– ১২
স্কুল- সেন্ট ভিনসেন্ট কনভেনন্ট স্কুল
বালেশ্বর

৪। সৌহিত্যা আচার্য
বয়স - ১৭
স্কুল - ভি.এস.এন, মেদিনীপুর

Mailing List