লিবিয়ার ধ্বংসস্তুপ থেকে উদ্ধার জীবিত শিশু

লিবিয়ার ধ্বংসস্তুপ থেকে উদ্ধার জীবিত শিশু
আনফোল্ড বাংলা প্রতিবেদন: বাংলায় একটা প্রবাদ আছে, ‘রাখে হরি, মারে কে’। এই প্রবাদবাক্যটি যেন বাস্তব হয়ে দেখা দিল লিবিয়ার বুকে। সম্প্রতি লিবিয়ায় ডারনা শহর ধ্বংসস্তুপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় ড্যানিয়েলের তাণ্ডবে। চারিদিকে শুধুই মৃত্যুর হাহাকার। এরইমধ্যে সেখানে প্রাণের স্পন্দন পেলেন উদ্ধারকারীরা। ডারনা শহরের একটি অঞ্চলের ধ্বংসস্তুপ থেকে চারদিন পর এক সদ্যোজাত শিশুকে জীবিত উদ্ধার করলেন তাঁরা। সংবাদসংস্থা জানাচ্ছে, দু’দিন আগেই এই ছোট্ট শিশুকে উদ্ধার করা হয়েছে। যে ধ্বংসস্তুপ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়, তার আশেপাশে কাউকে খুঁজে পাননি উদ্ধারকারী দল। উদ্ধারের পর দেখা যায় শিশুটির শরীরে তখনও নাড়ি যুক্ত হয়ে রয়েছে। অর্থাৎ জন্মের পর তার নাড়ি কাটা হয়নি। সোশ্যাল মিডিয়ায় শিশুটির উদ্ধারের ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে দেখা গেছে, সাধারণ মানুষ এবং উদ্ধারকারী কর্মীদের একটি দল ধ্বংসস্তুপ থেকে জঞ্জাল সরিয়ে শিশুটিকে তুলে নীল রঙের একটি তোয়ালেতে জড়িয়ে রাখছেন। দলের অন্য সদস্যরা শিশুটিকে জীবিত উদ্ধার করতে পেরে আনন্দে উচ্ছ্বাস প্রকাশ করছেন। শিশুটিকে উদ্ধার করা হলেও তার অভিভাকত্ব নিতে কেউই এখনও পর্যন্ত এগিয়ে আসেননি। এদিকে, ড্যানিয়েলের তাণ্ডবের ক্ষতচিহ্ন প্রবলভাবেই বিদ্যমান রয়েছে ডারনা শহরে। এখনও পর্যন্ত যা খবর তাতে অন্তত কুড়ি হাজার মানুষ এই তাণ্ডবে প্রাণ হারিয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ঝড়-জলোচ্ছ্বাস-বন্যায় শহরের বেশিরভাগ বাড়ি-ঘর ধূলিসাৎ হয়ে গেছে। সংবাদসংস্থা জানিয়েছে, শহরের তিরিশ শতাংশ নিশ্চিহ্ন হয়েছে।


