পশ্চিম মেদিনীপুরের শালবনিতে তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও

পশ্চিম মেদিনীপুরের শালবনিতে তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও
আনফোল্ড বাংলা প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর: তৃণমূলে নবজোয়ার' কর্মসূচিকে সামনে রেখে শনিবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলার শালবনিতে 'অধিবেশন' অনুষ্ঠিত হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। সান্ধ্যকালীন ওই সভাতেই উপস্থিত থাকতে পারেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পূর্ব মেদিনীপুরের এগরা থেকে শালবনির অধিবেশনে যোগ দিতে চলেছেন বলে বুধবার রাতেই জানা গিয়েছিল জেলা তৃণমূল কংগ্রেসের একটি বিশ্বস্ত সূত্র মারফৎ। অন্যদিকে, বৃহস্পতিবার দুপুরে পুলিশ ও প্রশাসনের তরফেও বিষয়টির সত্যতা স্বীকার করা হয়েছে।
উল্লেখ্য যে, শনিবার অর্থাৎ ২৭-মে পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ি দিয়ে শুরু হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি। কেশিয়াড়িতে স্বাগত জানানোর পর তিনি বেলদাতে রোড শো করবেন। তারপর, ৬০ নং জাতীয় সড়ক ধরে খড়্গপুরের চৌরঙ্গী এবং মেদিনীপুরের ধর্মাতেও দলীয় কর্মী সমর্থকদের নিয়ে শোভাযাত্রা করবেন। ধর্মা থেকে কেরানীচটি ও ভাদুতলা দিয়ে তিনি পৌঁছে যাবেন শালবনিতে। শালবনির নেতাজী সুভাষ চন্দ্র বসু স্টেডিয়াম সংলগ্ন মাঠে শনিবার সন্ধ্যায় নবজোয়ার কর্মসূচির অন্তর্গত অধিবেশন অনুষ্ঠিত হবে। সেখানেই হেলিকপ্টারে করে পৌঁছে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে, ওই মাঠে হেলিপ্যাড তৈরির প্রস্তুতিও শুরু হয়ে গেছে। জানা যায়, শনিবার স্টেডিয়ামে রাত্রিবাস করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার চন্দ্রকোনা রোড হয়ে বিপ্লবী ক্ষুদিরাম বসুর পৈত্রিক ভিটে মোহবনী এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মভিটে বীরসিংহ থেকে ঘাটলে পৌঁছবেন তিনি। সোমবার তাঁর জেলা সফরের শেষ দিন ডেবরায় রোড শো এবং সবংয়ের তেমাথানিতে অধিবেশনে অংশগ্রহণ করবেন অভিষেক। যদিও, মুখ্যমন্ত্রী শনিবার রাতেই কলকাতা ফিরে যেতে পারেন।


