অশান্ত মণিপুরকে শান্ত করতে যেতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উত্তরে কী জানালো রাজ্য

অশান্ত মণিপুরকে শান্ত করতে যেতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উত্তরে কী জানালো রাজ্য
30 May 2023, 08:45 PM

অশান্ত মণিপুরকে শান্ত করতে যেতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উত্তরে কী জানালো রাজ্য

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: অশান্ত মণিপুরে শান্তি ফেরানোর উদ্যোগে শামিল হতে চান তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তাই একদিনের জন্য অশান্ত ওই রাজ্যে যেতে চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) চিঠি দিয়েছেন তিনি। কিন্তু সোমবার সেই চিঠি দিলেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে মঙ্গলবার বিকেল পর্যন্ত কোনও সাড়া মেলেনি। উল্টে নিজেই মণিপুর (Manipur) পৌঁছেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। যা নিয়ে এদিন তাঁকে তীব্র কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। 

মঙ্গলবার নবান্নে সাংবাদিকরা মুখ্যমন্ত্রীকে মণিপুর প্রসঙ্গে প্রশ্ন করেন। সেই প্রশ্নের জবাব দেওয়ার সময় মমতা (Mamata) বন্দ্যোপাধ্যায় বলেন, ‘সোমবার চিঠি দিয়েছিলাম। আমি মণিপুরে একদিনের জন্য যেতে চেয়েছিলাম। আমাকে যেতে দেওয়া হলে, আমি খুব খুশি হতাম। আমি এর কোনও উত্তর পাইনি। আমার মনে হচ্ছে আজ উনি চলে গেছেন, কারণ গতকাল আমি চিঠি দিয়েছিলাম তাই। আমি অনেকদিন ধরে ওদের বলেছিলাম, আপনাদের আগেই যাওয়া উচিত। এখন গিয়ে কী হবে। মণিপুরের প্রকৃত পরিস্থিতি কি আমরা জানতে চাই। মণিপুর কি দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে? পরিস্থিতি দেখতেই একদিনের জন্য সেখানে যাওয়ার অনুমতি চেয়েছি।'

উল্লেখ্য, দেশের উত্তর পূর্বের রাজ্য মণিপুরে কুকি ও মেতেই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে মাসখানেক ধরেই অগ্নিগর্ভ। বর্তমানে সে রাজ্যের আইন শৃঙ্খলার ভার সেনার হাতে রয়েছে। তাই অনুমতি পাওয়ার জন্য সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত মণিপুরে শান্তি ফেরানোর চেষ্টায় সোমবার সে রাজ্যে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Mailing List