এই সপ্তাহের TRP তালিকায় কোথায় রয়েছে কোন ধারাবাহিক, দেখে নিন

এই সপ্তাহের TRP তালিকায় কোথায় রয়েছে কোন ধারাবাহিক, দেখে নিন
আনফোল্ড বাংলা প্রতিবেদন: গত ছয় সপ্তাহ ধরে 'জগদ্ধাত্রী' ধারাবাহিককে কেউ টপকাতে পারল না। এমনভাবে তারা আঁকড়ে ধরেছে টিআরপি-র মাটি। এবারে একেবারে ৯-এর ঘরে পৌঁছে গেল এই মেগার নম্বর। ৯.২ নিয়ে গত পাঁচ সপ্তাহের মতো আবারও সেরার স্থানে জি বাংলার মেগা।
এদিকে নতুন মেগাগুলির ধাক্কায় বন্ধ হয়েছে একাধিক ধারাবাহিক। গুঞ্জন শোনা যাচ্ছে, আরও মেগা বন্ধ হওয়ার দিকে। ইতিমধ্যে 'পঞ্চমী', 'নিম ফুলের মধু', 'বাংলা মিডিয়াম'-এর মতো নতুন ধারাবাহিকগুলি পুরোনোদের পিছনে ফেলে অনেকটাই উপরে উঠে এসেছে।
প্রথম সপ্তাহেই নীল ভট্টাচার্য এবং তিয়াসা লেপচা (রায়) অভিনীত 'বাংলা মিডিয়াম' চতুর্থ স্থান দখল করেছে। তবে 'গৌরী এল' যতই পুরনো হোক, দর্শকের কাছে এখনও একইভাবে গ্রহণযোগ্যতা পাচ্ছে।
দেখে নেওয়া যাক TRP তালিকায় বাকিরা কে কোথায় আছে-
প্রথম স্থান- জগদ্ধাত্রী
দ্বিতীয় স্থান- খেলনা বাড়ি, অনুরাগের ছোঁয়া
তৃতীয় স্থান- গৌরী এল
চতুর্থ স্থান- ধুলোকণা/বাংলা মিডিয়াম, পঞ্চমী
পঞ্চম স্থান - নিমফুলের মধু
ষষ্ঠ স্থান- আলতা ফড়িং
সপ্তম স্থান- গাঁটছড়া
অষ্টম স্থান- মিঠাই
নবম স্থান- সাহেবের চিঠি, লক্ষ্মী কাকিমা সুপারস্টার
দশম স্থান- এক্কা দোক্কা


