Chandrayaan-3: চাঁদের দক্ষিণ মেরুকেই কেন ছুঁতে হলো?

Chandrayaan-3: চাঁদের দক্ষিণ মেরুকেই কেন ছুঁতে হলো?
আনফোল্ড বাংলা প্রতিবেদনঃ ভারতই প্রথম দেশ, যার মহাকাশযান ছুঁয়ে ফেলেছে চাঁদের দক্ষিণ মেরু। এর আগে ওই অংশে কেউ না পৌঁছনোর কারণে, মানুষের আগ্রহ, কৌতূল অনেক বেশি ছিল। এবার সেই অংশই জয় করেছে ভারত। দেশের হাতের মুঠোয় এসেছে চাঁদ। কিন্তু এই অভিযানে কেন বেছে নেওয়া হল চাঁদের দক্ষিণ মেরুকেই?
ইসরো চেয়ারম্যান এস সোমনাথ (S Somnath)জানিয়েছেন, চাঁদের ওই অংশে মহাকাশ গবেষণার জন্য প্রয়োজনীয় উপাদানের উপস্থিতির সম্ভাবনা রয়েছে। খোঁজ চলবে চাঁদে জলের উপস্থিতির, একই সঙ্গে খোঁজ চলবে রাসায়নিক, খনিজ পদার্থের।
ইসরো (ISRO)চেয়ারম্যান জানিয়েছেন, এই মুহূর্তে চাঁদের দক্ষিণ মেরু থেকে আমরা ৭০ ডিগ্রি দূরে অবস্থান করছি। তবে এই এলাকা নিয়ে বরাবর মানুষের আগ্রহ বেশি। সেখানে অনেক বেশি বৈজ্ঞানিক বস্তুর উপস্থিতির সম্ভাবনা রয়েছে। বিজ্ঞানীরাও এই এলাকা নিয়ে অনেক বেশি কৌতুহলী এবং কাজের জন্য আগ্রহী বলেও জানিয়েছেন তিনি। এস সোমনাথ জানান, 'শেষ পর্যন্ত মানুষ চাঁদে যেতে চায়। সেখানে বাড়ি বানাতে চায়। সেই কারণেই আমরা বেছে নিয়েছি উপযুক্ত জায়গাটিকে। যেখানে সম্ভাবনা রয়েছে অনেক বেশি।' চন্দ্রযান-৩ এর প্রস্তুতি পর্বের কথাও তিনি জানিয়েছেন।
চন্দ্রযান-২ এর পর ৩-এর জন্য সবকিছু শুরু করতে হয়েছিল একেবারে গোড়া থেকে। চন্দ্রযান-২ এর অভিযান থেকে চাঁদ সম্পর্কিত কোনও তথ্য পুনরুদ্ধার করা যায়নি। আগামী ১৪ দিন চাঁদের বুকে ছ' পায়ে হেঁটে তথ্য জোগাড় করবে রোভার প্রজ্ঞান। যা পাঠিয়ে দেবে ল্যান্ডার বিক্রমের কাছে। আর ল্যান্ডার আপডেট দিতে থাকবে ইসরোকে।


