চন্দ্রযান-৩ এর সঙ্গে জড়িয়ে গেল হাওড়ার নাম, কিভাবে জানেন?

চন্দ্রযান-৩ এর সঙ্গে জড়িয়ে গেল হাওড়ার নাম, কিভাবে জানেন?
24 Aug 2023, 02:45 PM

চন্দ্রযান-৩ এর সঙ্গে জড়িয়ে গেল হাওড়ার নাম, কিভাবে জানেন?

 

সুলেখা চক্রবর্তী, হাওড়া

 

চন্দ্রযান-৩ সাফল্যের সঙ্গে জড়িয়ে গেল হাওড়ার নাম। তাতে উচ্ছ্বসিত হাওড়াবাসী। জানা গিয়েছে, হাওড়া উদয়নারায়নপুরের খিলা গ্রামের বাসিন্দা অমিত মাজী ইসরোর সেই টিমের সদস্য টাই যাঁরা এই মুহূর্তে নিয়ন্ত্রণ করছেন বিক্রমকে। যে চন্দ্রযান-৩ নিয়ে সারা ভারতবাসী গর্বিত, রেকর্ড তৈরি করা সেই অভিযানে যদি জেলার কোনও ব্যক্তি যুক্ত থাকে তাহলে আনন্দ ও গর্ব কতটা বেড়ে যায়, তা সকলেরই জানা।

সূত্রের খবর, উদয়নারায়নপুরের গোপীমোহন শিক্ষা সদনের প্রাক্তনী অমিত মাজি ছেলেবেলা থেকেই মেধাবী। প্রত্যন্ত এলাকা থেকে উঠে আসা কৃতি বিজ্ঞানী। এই মুহূর্তে ইসরোতে সিনিয়র সায়েন্টিস্ট হিসেবে কাজ করছেন অমিত মাজি। তাঁর আদি বাড়ি উদয়নারায়নপুরের খিলা গ্রামে। আর পাঁচটা গ্রামের ছেলের মতোই বড় হয়েছেন তিনিও। গ্রামের প্রাথমিক স্কুলে পড়েছেন। পড়েছেন খিলা গোপীমোহন শিক্ষা সদনে। এদিন তাই তাঁর উদয়নারায়নপুরের বাড়িতে খুশির হাওয়া। গ্রামের ছেলেকে বরন করতে প্রস্তুত হচ্ছে খিলা।

জানা গিয়েছে, তাঁর বাবা নবীন মাজী পেশায় ব্যবসায়ী। মা সুষমা দেবী আদ্যোপান্ত গৃহবধূ। পরিবারে দুই বোনের পর অমিতবাবুর জন্ম। চন্দ্রযানের সাফল্যে গ্রামের ছেলের ভূমিকা থাকার খবর আসতেই কার্যত আবেগে ভেসে যায় আট থেকে আশি। দেশের বাড়িতেই আট থেকে আশি বাজি ফাটিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। তাঁর ছেলেবেলার দুই স্কুল বৃহস্পতিবার জাতীয় পতাকা হাতে ও জাতীয় সংগীত গেয়ে তাঁর সাফল্যকে অভিবাদন জানান। ইসরোর স্টাফ কোয়ার্টার থেকে তাঁর স্ত্রী তৃষ্ণাদেবীও স্বামীর সাফল্যে গরবিনী বলে জানান।

Mailing List