ইতিহাস সৃষ্টির সামনে দাঁড়িয়ে চন্দ্রযান-৩

ইতিহাস সৃষ্টির সামনে দাঁড়িয়ে চন্দ্রযান-৩
আনফোল্ড বাংলা প্রতিবেদন: ইতিহাসের সামনে দাঁড়িয়ে ভারতের মহাকাশ বিজ্ঞান।
আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। ‘মঙ্গলে উষা, বুধে পা’–খনার বচনকে যেন সত্যি প্রমাণিত করতে চলছে চন্দ্রযান-৩। বুধবার সন্ধ্যায় চাঁদের দক্ষিণ মেরুতে পদার্পণ করতে চলেছে চন্দ্রযান-৩-এর ল্যান্ডার ‘বিক্রম’। এবং ইতিহাস তৈরি অপেক্ষায় দিন নয়, সময় গুনছে কোটি কোটি দেশবাসী। ইসরো সূত্রে খবর, বুধবার সন্ধ্যা ৬টা ৪ মিনিট নাগাদ চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে চন্দ্রযান-৩-এর ল্যান্ডার ‘বিক্রম।’ তারা আরও জানিয়েছেন, এখনও পর্যন্ত অবতরণের সময়ের কোনও পরিবর্তন হয়নি। নির্দিষ্ট সময় মতোই বিক্রমকে চাঁদের মাটিতে নামনো হবে। চাঁদের দক্ষিণ মেরুতে আগে কখনও কোনও দেশ মহাকাশ যান পাঠাতে সমর্থ হয়নি। ফলে ভারতে এই অভিযান সফল হলে ইতিহাস তৈরি করবে দেশ। এর আগে ২০১৯ সালে চন্দ্রযান-২ পাঠিয়েছিল ভারত। কিন্তু সেই অভিযান ব্যর্থ হয়ে যায়। চাঁদের মাটিতে মুখ থুবড়ে পড়েছিল সেই মহাকাশযান। এবার আরও অনেকবেশি সতর্কতা অবলম্বন করে এই অভিযান আয়োজন করেছে ইসরো। এবং ভারতের এই অভিযানের দিকে তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব। বিজ্ঞানীরা জানাচ্ছেন, চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করানোটা রীতিমতো চ্যালেঞ্জের কাজ। পাখির পালক যেভাবে মাটিতে পড়ে, ঠিক সেভাবেই বিক্রমকে অবতরণ করাতে হবে চাঁদের মাটিতে। বিজ্ঞানের পরিভাষায় যাকে ‘সফট ল্যান্ডিং’ বলে। দু’দিন আগেই চাঁদের ওই অংশে মহাকাশ যান নামাতে গিয়ে ব্যর্থ হয়েছে রাশিয়া। চাঁদের মাটিতেই ভেঙে পড়ে রাশিয়ার মহাকাশযান লুনা-২৫। ফলে ভারতের উপর প্রত্যাশার চাপ অনেকটাই বেশি। ইতিমধ্যেই চাঁদের বেশ কয়েকটি ছবি পাঠিয়েছে ভারতীয় চন্দ্রান। এদিন সেই ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। চন্দ্রপৃষ্ঠের প্রায় সত্তর কিমি উপর থেকে এই ছবি তুলেছে চন্দ্রযান-৩-এর ল্যান্ডার পজিশন ডিটেকশন ক্যামেরা। ছবিতে ধূসর গোলকের গায়ে এবড়োখেবড়ো চিহ্ন দেখা গেছে। ইসরোর তরফে বলা হয়েছে, চন্দ্রযান-৩-এর অবতরণ সরাসরি ইসরোর ওয়েবসাইট, টুইটার, ফেসবুক পেজ ও ইউটিউবে দেখানো হবে। বুধবার বিকেল সাড়ে পাঁচটার একটু আগে থেকে সরাসরি সম্প্রচার শুরু হবে।


