ধাপে ধাপে পৃথিবীর সঙ্গে দুরত্ব বাড়াচ্ছে চন্দ্রযান-৩, চাঁদের থেকে এখন কত দূরে

ধাপে ধাপে পৃথিবীর সঙ্গে দুরত্ব বাড়াচ্ছে চন্দ্রযান-৩, চাঁদের থেকে এখন কত দূরে
25 Jul 2023, 09:45 AM

ধাপে ধাপে পৃথিবীর সঙ্গে দুরত্ব বাড়াচ্ছে চন্দ্রযান-৩, চাঁদের থেকে এখন কত দূরে

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন, নয়াদিল্লি: চন্দ্রযান-৩-এর সফল উৎক্ষেপণের পর পেরিয়ে গিয়েছে দশদিন। চাঁদের পথে অনেকটা রাস্তাই অতিক্রম করে ফেলেছে ভারতীয় গবেষণা সংস্থা ইসরোর তৈরি এই মহাকাশ যান। কিন্তু চাঁদ থেকে ঠিক আর কতটা দূরে চন্দ্রযান-৩। ইসরো জানিয়েছে, মহাকাশে এখনও পর্যন্ত চন্দ্রযান-৩ সঠিক পথেই এগোচ্ছে। কোনওরকম সমস‌্যা হয়নি।

ইসরো যা তথ‌্য দিচ্ছে, তাতে ঠিক এই মুহূর্তে ৭১৩৫১ কিমি x ২৩৩ কিমি কক্ষপথে অবস্থান করছে চন্দ্রযান-৩। তবে এখনও পর্যন্ত পৃথিবীর মাধ‌্যাকর্ষণ বাধা কাটাতে পারেনি। মাধ‌্যাকর্ষণ শক্তিকে টপকে চাঁদের দিকে যেতে এখনও কিছুটা সময় লাগবে বলেই মনে করছেন বিজ্ঞানীরা। মহাকাশে চন্দ্রযান-৩ গতি ক্রমান্বয়ে বৃদ্ধি করার জন‌্য মোট পাঁচটি কক্ষপথ পরিবর্তনের পরিকল্পনা করেছিল ইসরো। এরমধ্যে সফলভাবেই চারটি ধাপ পার করেছে চন্দ্রযান-৩। বাকি মাত্র আর একটি ধাপ। সেটি সফল ভাবে অতিক্রম করতে পারলে পৃথিবীর মাধ‌্যাকর্ষণ শক্তি টপকে যাবে চন্দ্রযান-৩।

ইসরো সূত্রে খবর, মঙ্গলবারই পঞ্চমধাপটি অতিক্রম করার কথা। দুপুর দু’টো থেকে তিনটের মধ্যে চন্দ্রযান-৩ পঞ্চমবারের জন‌্য কক্ষপথ পরিবর্তন করবে। এর আগে ১৫, ১৬, ১৮ এবং ২০ জুলাই চারবার কক্ষপথ পরিবর্তন করেছে চন্দ্রযান-৩। ইসরো যা পরিকল্পনা করেছিল, সেভাবেই সমস্ত কিছুই এগোচ্ছে। বিজ্ঞানীদের আশা, পঞ্চমধাপটিও সফলভাবে অতিক্রম করবে চন্দ্রযান-৩। কক্ষ পথ ধরে ধাপে ধাপে পৃথিবীর সঙ্গে দুরত্ব বাড়াচ্ছে চন্দ্রযান-৩। পৃথিবীর মাধ‌্যাকর্ষণ শক্তিকে কাজে লাগিয়ে নিজের গতিও বৃদ্ধি করছে যানটি। পঞ্চমবার কক্ষপথ পরিবর্তনের পর মহাকাশযানটি পৃথিবী থেকে চাঁদে পরিবহনকারী কক্ষপথে প্রবেশ করবে। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হওয়ার পরই চাঁদের মাধ‌্যাকর্ষণ বল চন্দ্রযান-৩-কে টেনে নেবে। চাঁদের মাধ‌্যকর্ষণ বলের মধ্যে ঢুকে পড়ার আগে ইসরোর পরিকল্পনা অনুযায়ী একটু বেশি সময় নিচ্ছে যানটি। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৩ অথবা ২৪ অগস্ট চাঁদে পৌঁছে যাবে চন্দ্রযান-৩। ইসরোর এই অভিযান সফল হলে সোভিয়েত ইউনিয়ন, আমেরিকা এবং চিনের পরই চন্দ্র অভিযানে সাফল্যের তালিকায় নিজের নাম নথিভুক্ত করবে ভারত। বিশ্বের চতুর্থ দেশ হিসাবে ভারত চাঁদের মহাকাশ যান অবতরণ করাবে। গত ১৪ জুলাই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের ‘লঞ্চিং প‌্যাড’ থেকে সফল উৎক্ষেপণ হয়েছেন ভারতের তৈরি চন্দ্রযান-৩। যদি চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান-৩ থেকে ল‌্যাডার বিক্রম সফলভাবে চাঁদের মাটি ছুঁতে পারে এবং রোভার প্রজ্ঞানকে ঠিকঠাক অবতরণ করাতে সক্ষম হয়, তাহলে ভারত সৃষ্টি করবে ইতিহাস। একইসঙ্গে ভারতের মহাকাশ অভিযানে নতুন মাত্রা পাবে। সৌরচালিত রোভার প্রজ্ঞান চাঁদের মাটি ছোঁয়ার পর সেখানকার মাটির চরিত্র, খনিজ পদার্থের উপস্থিতি সংক্রান্ত বিভিন্ন তথ‌্য সংগ্রহ করবে।

Mailing List