চাঁদের কক্ষপথে চন্দ্রযান-৩

চাঁদের কক্ষপথে চন্দ্রযান-৩
06 Aug 2023, 03:20 PM

চাঁদের কক্ষপথে চন্দ্রযান-৩

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: চাঁদের কক্ষপথে ঢুকে পড়ল চন্দ্রযান-৩। পৃথিবীর মাধ‌্যাকর্ষণ বল কাটিয়ে আগেই চাঁদের পথে পাড়ি দিয়েছিল চন্দ্রযান-৩। শনিবার কোনওরকম সমস‌্যা ছাড়াই চাঁদের কক্ষপথে প্রবেশ করল মহাকাশ যানটি। এবার ধীরে ধীরে চাঁদের দিকে এগিয়ে যাওয়ার কথা চন্দ্রযান-৩। ইসরো সূত্রে জানা গিয়েছে, চাঁদের চারিদিকে পাক খেতে খেতে ধীরে ধীরে গতি কমাবে সে। এবং ধীর গতিতেই গন্তব্যে দিকে এগিয়ে যাবে। কারণ, চাঁদের আকর্ষণ বল পৃথিবীর তুলনায় প্রায় ছ’গুণ কম। সেই কারণেই গতির হেরফের হচ্ছে। এই মূহূর্তে চন্দ্রপৃষ্ঠ থেকে চন্দ্রযান-৩ একশো কিলোমিটার দূরে অবস্থান করছে। এরপরই সবথেকে কঠিন পর্ব অপেক্ষা করে রয়েছে ইসরোর জন‌্য। আগামী ২৩ আগস্ট সন্ধ‌্যায় রোভার ‘প্রজ্ঞান’-কে পেটের ভিতর নিয়ে ‘সফট ল‌্যান্ডি’ করার কথা ল‌্যান্ডার ‘বিক্রম’-এর। চার বছর আগে এই পর্যায়ে এসে ব‌্যর্থ হয়েছিল ইসরোর চন্দ্রযান-২। এবার যাতে এই অভিযান ব‌্যর্থ না হয়, সেদিকে সতর্ক নজর রেখেছেন বিজ্ঞানীরা। চাঁদের দক্ষিণ মেরুতে নামার কথা চন্দ্রযান-৩-এর ল‌্যান্ডার বিক্রমের। সেই অভিযান যদি সফল হয় তা হলে ভারতের মহাকাশ গবেষণায় নতুন দিক উন্মোচিত হবে। আমেরিকা, রাশিয়া, চিনের পর চতুর্থ দেশ হিসাবে মহাকাশযান সফলভাবে চঁাদের অবতরণ করানোর তালিকায় উঠে আসবে ভারত।

Mailing List