চাঁদের শেষ কক্ষপথে ঢুকল চন্দ্রযান-৩, আজই আলাদা হয়ে যাবে ল্যান্ডার ‘বিক্রম’

চাঁদের শেষ কক্ষপথে ঢুকল চন্দ্রযান-৩, আজই আলাদা হয়ে যাবে ল্যান্ডার ‘বিক্রম’
আনফোল্ড বাংলা প্রতিবেদনঃ গতকাল পরিকল্পনা মতোই বুধবার পঞ্চম তথা শেষ কক্ষপথে প্রবেশ করল চন্দ্রযান-৩। এদিন সকাল সাড়ে ৮টা নাগাদ শেষ কক্ষপথে প্রবেশ করেছে চন্দ্রযান। ইসরোর পক্ষ থেকে জানিয়েছে, বৃহস্পতিবারেই চন্দ্রযানের (Chandrayan) মূল অংশ থেকে বিচ্ছিন্ন হওয়ার কথা ল্যান্ডার বিক্রমের।
ইসরো জানিয়েছে, খুব অল্প সময়ের মধ্যেই ১৫৩ কিমি x ১৬৩ কিমি কক্ষপথে প্রবেশ করেছে চন্দ্রযান-৩।
প্রসঙ্গত, গত ১৪ জুলাই দুপুর ২টা ৩৫ মিনিটে অন্ধ্রপ্রদেশের (Andhrapradesh) শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস সেন্টারের লঞ্চিং প্যাড থেকে সফল উৎক্ষেপণ হয়েছিল চন্দ্রযান-৩-এর। উৎক্ষেপণের ২২ দিন পর চন্দ্রযান-৩ পৌঁছেছে চাঁদের কক্ষপথে।
এর আগে পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের টানে পৃথিবীর কক্ষপথেই ঘুরছিল মহাকাশযানটি। সেখানেও পাঁচবার কক্ষপথ পরিবর্তন করানো হয়েছে তার। আগামী ২৩ আগস্ট বিকেল ৫টা ৪৭ মিনিটে রোভার প্রজ্ঞানকে সফ্ট ল্যান্ডিং করার কথা চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রমের।


