দুর্নীতিতে চন্দ্রশেখর দেশের এক নম্বর! অভিযোগ তুললেন অমিত শাহ  

দুর্নীতিতে চন্দ্রশেখর দেশের এক নম্বর! অভিযোগ তুললেন অমিত শাহ   
21 Nov 2023, 06:30 PM

দুর্নীতিতে চন্দ্রশেখর দেশের এক নম্বর! অভিযোগ তুললেন অমিত শাহ

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: নির্বাচনী প্রচারে তেলেঙ্গানার মুখ‌্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওকে তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। তেলেঙ্গানার মুখ‌্যমন্ত্রীকে দেশের একনম্বর দুর্নীতিগ্রস্ত মুখ‌্যমন্ত্রী আখ‌্যা দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রী বলেছেন, বিজেপি যদি ক্ষমতা আসে, তা হলে চন্দ্রশেখরের যাবতীয় দুর্নীতি প্রকাশ্যে আনবে। জনগাঁওয়ে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে অমিত শাহ হায়দরাবাদের মিয়াপুরে কালেশ্বরাম প্রকল্প দুর্নীতি, মদ কেলেঙ্কারি এবং জমির লেনদেনের ব‌্যাপার দুর্নীতির বিষয়গুলি তুলে ধরেন। তিনি বলেছেন, ‘‘কেসিআর দুর্নীতিতে দেশের একনম্বর। তাদের দুর্নীতি প্রকাশ্যে আনবে বিজেপি। বিজেপি যদি ক্ষমতায় আসে তা হলে দুর্নীতির সঙ্গে জড়িত সমস্ত ব‌্যক্তিদের জেলে পাঠাবে।’’ দু’দিন আগেই তেলেঙ্গানা নির্বাচনের জন‌্য বিজেপি তাদের ইস্তাহার প্রকাশ করেছে। সেখানে তারা বলেছে, ক্ষমতায় এলে তেলেঙ্গানায় যে সমস্ত দুর্নীতি সরকারী মদতে সংগঠিত হয়েছে, সেগুলি প্রকাশ্যে আনা হবে। স্বরাষ্ট্র মন্ত্রী এদিনও ফের বলেন, বিজেপি যদি নির্বাচনে জয়ী হয়, তা হলে অনগ্রসর শ্রেণির কোনও নেতাকে তেলেঙ্গানার মুখ‌্যমন্ত্রী করা হবে। এবং অযোধ‌্যায় গঠিত রামমন্দির বিনামূল্যে দর্শনের সুযোগ করে দেওয়া হবে। তিনি একইসঙ্গে বিআরএস, কংগ্রেসকে ‘পারিবারিক’ দল বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ‘‘বিজেপি কোনও পারিবারিক দল নয়, জনগণের দল। রাজ্যের উন্নতির জন‌্য আমরা সর্বোত চেষ্টা করব।’’ তিনি আরও জানিয়েছেন যে, বিজেপি যদি ক্ষমতায় আসে তা হলে প্রতিটি পরিবারকে চারটি সিলিন্ডার বিনামূলে‌্য দেওয়া হবে এবং সরকার প্রতি কুইন্টাল ধান ৩,১০০ টাকায় সরসরি কৃষকদের কাছ থেকে কিনে নেবে। তিনি একইসঙ্গে বলেছেন, বিড়ি শ্রমিকদের জন‌্য নিজামবাদে পাঁচশো শয‌্যা বিশিষ্ট একটি হাসপাতালও স্থাপন করা হবে।

Mailing List