চণ্ডীগড়ে শিক্ষক পদে চাকরির নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে!

22 Sep 2022, 12:06 PM
চণ্ডীগড়ে শিক্ষক পদে চাকরির নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে!
আনফোল্ড বাংলা প্রতিবেদন: চণ্ডীগড়ে শিক্ষক পদে চাকরির নিয়োগ শুরু হতে চলেছে। বয়স সীমা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং অন্যান্য শর্তাবলী সম্পর্কে নিয়োগের বিশদ বিবরণ নীচে লিঙ্ক ও বাকি গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হল।
১) পদ- টিজিটি
পদের সংখ্যা - ৯০ টি
বেতন - প্রতি মাসে ৩৫,৪০০/-
২) পদ- জেবিটি
পদের সংখ্যা - ১৫৮ টি
বেতন - প্রতি মাসে ২৯,২০০/-
বয়স - ২১ থেকে ৩৭ বছর
● নির্বাচন প্রক্রিয়া - লিখিত পরীক্ষা, নথিপত্র যাচাইকরণ, মেডিকেল পরীক্ষা
● আবেদন প্রক্রিয়া - অনলাইন মোড
● আবেদন ফি - SC দের জন্য ৫০০/- ও অন্যান্য
●বিভাগের জন্য ১০০/-
● গুরুত্বপূর্ণ তারিখ - ৩০/১০/২০২২ ও ০৬/১০/২০২২


