শহিদ ভগৎ সিংয়ের নামে হচ্ছে চণ্ডীগড় বিমানবন্দর, ঘোষণা নমোর

শহিদ ভগৎ সিংয়ের নামে হচ্ছে চণ্ডীগড় বিমানবন্দর, ঘোষণা নমোর
25 Sep 2022, 07:35 PM

শহিদ ভগৎ সিংয়ের নামে হচ্ছে চণ্ডীগড় বিমানবন্দর, ঘোষণা নমোর

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: সরকারে আসার পর থেকে নাম বদলের কাজ শুরু করেছিল মোদি সরকার। সেই ধারা মেনে ফের দেশের এক বিমানবন্দরের নাম বদলের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শহিদ ভগৎ সিংয়ের নামে এবার চণ্ডীগড় বিমানবন্দরের নামকরণ করা হচ্ছে। রেডিয়োর মন কি বাত এই বিশেষ ঘোষণা করেন প্রধানমন্ত্রী। এর আগে ২০১৬ সালে হরিয়ানা বিধানসভায় একই প্রস্তাব গৃহীত হয়েছিল। তারপর রাজ্য সরকারের তরফে কেন্দ্রীয় সরকারের কাছে চিঠি লিখে এর জন্য আবেদন জানানো হয়েছিল। এতদিনে সেই অনুমতি পেলেন তাঁরা।

আর সেই ঘোষণা করলেন স্বয়ং প্রধানমন্ত্রী নিজেই। ফলে পাঞ্জাব ও হরিয়ানা সরকারের সম্মতিতে এবার থেকে বদলে যাচ্ছে চণ্ডীগড় বিমানবন্দরের নাম। এদিন এ প্রসঙ্গে স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে তিনি আজাদি কি অমৃত মহোৎসবের প্রসঙ্গও টানেন। তখনই তিনি ভগৎ সিংয়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই ঘোষণা করেন। এদিন একই সঙ্গে প্রধানমন্ত্রী সমুদ্র জগতের দূষণ নিয়ে সরব হন। তিনি বলেন, সমুদ্রজগৎ এখন খুবই বিপন্ন, আমাদের সকলকে একে ঠিকঠাক রাখার দায়িত্ব নিতে হবে। এদিনের মন কি বাতে বিশেষ করে প্রধানমন্ত্রী বলেন, আগামী ২৮ সেপ্টেম্বর ভগৎ সিংয়ের জন্মদিন। তাঁর জন্মদিনের আগে দেশের এই মহান স্বাধীনতা সংগ্রামীকে শ্রদ্ধা জানাতে তাঁর সরকার এই সিদ্ধান্ত নিল বলেই জানান প্রধানমন্ত্রী।

Mailing List