আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা মুকুল বোস এর মৃত্যুতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের শোক

আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা মুকুল বোস এর মৃত্যুতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের শোক
02 Jul 2022, 01:10 PM

আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা মুকুল বোস এর মৃত্যুতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের শোক

 

আনফোল্ড বাংলা ঢাকা ব্যুরো: বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা মুকুল বোস আজ শনিবার ২ জুলাই ২০২২ তারিখ ভোর ৫ টা ২০ মিনিটে ভারতের চেন্নাই অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যা সন্তান, আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু আজ এক বিবৃতিতে বীর মুক্তিযোদ্ধা মুকুল বোস এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

উপ দপ্তর সম্পাদক অ্যাড. মোঃ মনির হোসেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।

Mailing List