কৌস্তভের বাড়িতে সিআরপিএফ মোতায়েন সম্ভব নয়, আদালতে জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার

কৌস্তভের বাড়িতে সিআরপিএফ মোতায়েন সম্ভব নয়, আদালতে জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার
20 Mar 2023, 09:40 PM

কৌস্তভের বাড়িতে সিআরপিএফ মোতায়েন সম্ভব নয়, আদালতে জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার

 

আনফোলড বাংলা প্রতিবেদন: কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচীর বাড়িতে সিআরপিএফ মোতায়েন করা সম্ভব নয়। সোমবার কলকাতা হাইকোর্টে তা জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার। এর আগে কৌস্তুভের বাড়িতে নিরাপত্তা দেওয়া সম্ভব কিনা তা কেন্দ্রের কাছে জানতে চেয়েছিল কলকাতা হাইকোর্ট।

সোমবার কেন্দ্রের তরফে আদালতকে জানানো হয়, কৌস্তভের বাড়িতে সিআরপিএফ মোতায়েনে করার ক্ষেত্রে বেশ কিছু সমস্যা রয়েছে। সিআরপিএফের অফিস থেকে কৌস্তভের বাড়ির দূরত্বের কারণেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়। এর আগে খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সাংবাদিক বৈঠকে কুরুচিকর মন্তব্য করার পরই ৪ মার্চ মধ্যরাতে কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীকে গ্রেফতার করে বড়তলা থানার পুলিশ। গ্রেফতার করার পর কৌস্তভকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হলে ওইদিনই জামিন পেয়ে যান তিনি। ছাড়া পেয়েই মাঝরাতে বাড়িতে পুলিশের হানা, তল্লাশি, গ্রেফতারের ঘটনায় কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন কৌস্তভ। গোটা ঘটনায় পুলিশ অতিসক্রিয়তা দেখিয়েছে বলেই অভিযোগ করেন কংগ্রেস নেতা। সেই সঙ্গে তাঁর ও তাঁর পরিবারের জন্য সিআরপিএফের নিরাপত্তা চান কৌস্তভ। ওই মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দেওয়া সম্ভব কিনা তা কেন্দ্রীয় সরকারের কাছে জানতে চান। সোমবারের মধ্যে কেন্দ্রকে এই তথ্য জানানোর নির্দেশ দেন বিচারপতি। সোমবার মামলার শুনানিতে কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হয়, কৌস্তভের বাড়িতে আধা সামরিক বাহিনী মোতায়েন সম্ভব নয়। সিআরপিএফের অফিস থেকে কৌস্তভের বাড়ির দূরত্ব অনেক। তাই এই নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। পাশাপাশি হাইকোর্টের আগের নির্দেশ মতোই এদিন বিচারপতির কাছে রিপোর্ট পেশ করেন কলকাতার পুলিশ কমিশনার।

উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি রাজাশেখর মান্থা বলেন, এই সমস্যার কোনও সমাধানসূত্র বের করা সম্ভব কি না তা নিয়ে আইনজীবীরা নিজেদের মধ্যে আলোচনা করুন। কৌস্তভ একজন আইনজীবী ও উনি রাজ্যের সবার মুখ্যমন্ত্রী। এই বিতর্ক অবিলম্বে শেষ হওয়া দরকার। তবে এই পরিস্থিতিতে কৌস্তভ বাগচী পরবর্তীকালে কী পদক্ষেপ নিতে চলেছেন তা নিয়ে কিছু বলেননি।

Mailing List