অমিতাভ বচ্চনের জন্মদিন উদযাপন লেখায় ও রেখায়

11 Oct 2022, 09:30 AM

অমিতাভ বচ্চনের জন্মদিন উদযাপন লেখায় ও রেখায়

 

শ্রীপর্ণা মিত্র মজুমদার

 

যার ব্যারিটোন কণ্ঠস্বর শুনে স্বয়ং বাংলার বিখ্যাত চলচ্চিত্র পরিচালক মৃনাল সেন তাঁর হিন্দি ছবি "ভুবন সোম" (1969) ও সত্যজিৎ রায় তাঁর "শতরঞ্চ কে খিলাড়ির" (1977) জন্য ওনার কণ্ঠ ব্যবহার করেছিলেন,তাকেই আকাশবাণী ঘোষকের পদে নির্বাচিত করেনি। কার ভাগ্যে যে কি লেখা থাকে কেউ বলতে পারেনা। রেডিওর announcer হলে বোধহয় তাকে আমরা আর ছায়াছবির নায়ক হিসেবে পেতাম না। বলা যায় একাধারে নায়ক, গায়ক, ছবির প্রযোজক, টেলিভিশন এর অনুষ্ঠান সঞ্চালক এই দীর্ঘকায় মানুষটির আজ জন্মদিন।

সেই সত্তরের দশক থেকে আজ অবধি নানা ভাষা মিলিয়ে প্রায় 200 ছবিতে মুখ্য চরিত্রে তিনি। অগণিত ভারতবাসীর হৃদয় জুড়ে তিনি, তাঁর এক ঝলক দেখা পাওয়ার জন্যে মানুষ আজও তাঁর জুহুর বাড়ি "জলসা" র সামনে ভিড় করেন। আজ তাঁর আবির্ভাব দিবস।

কি পুলিশ ইন্সপেক্টর, কি আসামী, কি ডাক্তার, কি কবি, কি শিক্ষক, কি প্রজেরিয়া রোগী- সবেতেই যার অভিনয় দক্ষতা আপামর ভারতবাসীকে মুগ্ধ করে চলেছে আজও, আজ তাঁর জন্মদিন।

ফিল্ম ফেয়ার পুরস্কার, পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ, ফ্রান্সের লিজিয়ন অফ অনার এ ভূষিত অসামান্য ভারতীয় অভিনেতার আজ জন্মদিন।

জন্মসময়ের ইনকিলাব শ্রীবাস্তব, পরে অমিতাভ শ্রীবাস্তব এবং আরো পরে হিন্দি কবি বাবার ছদ্মনাম হরিবংশ রাই বচ্চনকে অনুসরণ করে অমিতাভ বচ্চন। ছেলে অভিষেক সিনেমার জগতে আসার পর থেকে যিনি Big B (Big Bachchan) নামে পরিচিত আজ তাঁর জন্মদিন।

যার চরিত্রগুলির সঙ্গে "বিজয়" নামটি অপরিহার্য্য হয়ে গিয়েছিল এক সময় আজ তাঁর জন্মদিন।

যাঁর হাঁটা, চলা, কথা বলা, ভঙ্গিমার অনুরাগী সারা দেশ গত পাঁচ দশক ধরে আজ তাঁকেই শ্রদ্ধা তাঁর জন্মদিনে, রেখায় ও লেখায়।

Mailing List