এসএসসি মামলায় প্রথম চার্জশিট দিল সিবিআই, নাম রয়েছে পার্থ চট্টোপাধ্যায়েরও

এসএসসি মামলায় প্রথম চার্জশিট দিল সিবিআই, নাম রয়েছে পার্থ চট্টোপাধ্যায়েরও
30 Sep 2022, 07:00 PM

এসএসসি মামলায় প্রথম চার্জশিট দিল সিবিআই, নাম রয়েছে পার্থ চট্টোপাধ্যায়েরও

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: এসএসসি বা স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় শুক্রবার  প্রথম চার্জশিট পেশ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। শুক্রবার আলিপুর কোর্টের বিশেষ সিবিআই আদালতে চার্জশিট পেশ করে তাঁরা। সুত্রের খবর, ওই চার্জশিটে ১৬ জনের নাম রয়েছে। শান্তিপ্রসাদ সিনহা সহ যে পাঁচজনের নামে এফআইআর দায়ের করা হয়েছিল, তাঁদের নাম তো রয়েছে, সেই সঙ্গে আরও ১১ জনের নাম রয়েছে। তালিকার ৬ নম্বরে রয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নামও। এর আগে গত সপ্তাহে এই মামলায় ইডিও চার্জশিট জমা দিয়েছে। সেখানেও নাম রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের।

কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই প্রথম নিয়োগ দুর্নীতির তদন্ত শুরু করে। পরে একাধিকবার তাদের তদন্ত নিয়ে প্রশ্ন ওঠে। এতদিনে সেই মামলার চার্জশিট দিল সিবিআই। এখানে নাম রয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের।নিয়োগ দুর্নীতির মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছিল ইডি। পরে সিবিআই একই মামলায় গ্রেফতার করে এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য, এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা, অশোক সাহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়দের। তাঁদের জেরা করে এই দুর্নীতির অনেক তথ্যই সামনে এসেছে। আদালতে সিবিআই পার্থ চট্টোপাধ্যায়কেই গোটা দুর্নীতির মাস্টারমাইন্ড বলে উল্লেখ করেছে।

Mailing List