কাজের জন্য সীমান্ত পেরোতেই ধরা পড়লেন, বাংলাদেশে জেল খেটে ১৫ মাস পর ভারতে ফেরা

কাজের জন্য সীমান্ত পেরোতেই ধরা পড়লেন, বাংলাদেশে জেল খেটে ১৫ মাস পর ভারতে ফেরা
কুহেলি দেবনাথ, নদিয়া
ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় কৃষি জমিতে শ্রমিকের কাজ করতে গিয়ে বিডিআরের হাতে গ্রেপ্তার হয়েছিলেন। তারপর কাটাতে হয়েছিল বাংলাদেশের জেলে। জেল থেকে ছাড়া পেয়ে দীর্ঘ ১৫ মাস পর নিজের দেশ ভারতের মাটিতে ফিরে এলেন এক ব্যক্তি।
পুলিশ সূত্রে জানা গেছে, নদিয়ার চাপড়া থানার ব্রহ্মনগর এলাকার বাসিন্দা নাসির শেখ পেশায় একজন শ্রমিক। ১৫ মাস আগে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী ব্রহ্মনগর আনন্দবাস এলাকায় কৃষি জমিতে শ্রমিকের কাজ করতে গিয়ে বিডিআর এর হাতে গ্রেপ্তার হন তিনি। এরপর বিডিআর এর পক্ষ থেকে তাঁকে ওই এলাকার স্থানীয় পুলিশ প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়। বাংলাদেশের আদালতেও পেশ করা হয়। সীমান্ত পার করার অভিযোগে আদালত তাকে জেল হেফাজতের নির্দেশ দেয়। এরপর ভারত সরকারের উদ্যোগে দীর্ঘ ১৫ মাস পর বাংলাদেশ থেকে মুক্তি পাওয়ার পর শনিবার ভারতের মাটিতে প্রবেশ করলেন তিনি। দীর্ঘদিন পর বাড়িতে ফিরতে পেরে খুবই ভালো লাগছে বলে জানান নাসির বাবু। নাসিরবাবুর কথায়, ‘‘সীমান্তে অনেক সময় কাজের লোক লাগে। কাজ করে গিয়েছিলাম। তখনই ধরা পড়ে যায়। তারপর বাংলাদেশের আদালতের নির্দেশে জেলে ছিলাম। এদিন বাড়ি ফিরলাম।’’


