দেওয়ালে নোনা ধরছে? ঘরোয়া কৌশলে দূর করুন

দেওয়ালে নোনা ধরছে? ঘরোয়া কৌশলে দূর করুন
21 Sep 2023, 08:30 PM

দেওয়ালে নোনা ধরছে? ঘরোয়া কৌশলে দূর করুন

আনফোল্ড বাংলা প্রতিবেদনঃ বাড়ির দেওয়ালে রকমারী রঙের ছটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর যেতে না যেতেই তার উপর সাদা রঙের ঘন চাদর বা লবণের আস্তরণ জমা শুরু হয়, যাকে আমরা নোনা ধরা বলে থাকি।

তবে নীচের কয়েকটি ঘরোয়া কৌশল মাথায় রেখে চললেই এই সমস্যার সমাধান সম্ভব।

নোনা ধরা ঠেকাতে দরকার কিছু আগাম সতর্কতা ও পরিকল্পিত কাজ করা তাহলেই দেখবেন কাজ হয়ে গেছে সহজ।

সঠিক ভেন্টিলেশনঃ বাড়ির যথোপযুক্ত আলোবাতাস চলাচলের পথ সুনিশ্চিত করুন নাহলে এর কারণে দেয়ালে ড্যাম্প হয়ে নোনার প্রকোপ হতে পারে। জানালা ও দরজার অবস্থান যাতে মুখোমুখি হয় সেটা দেখুন। এর ফলে সব দেয়ালে সমান রোদ ও বাতাস যেতে পারবে। যদি বৃষ্টির কারণে পর্দা ভিজে যায় তবে সেটা নিয়মিত পরিবর্তন করবেন। চেষ্টা করুন ফেব্রিক এর কৃত্রিম পর্দা ব্যবহার করতে।

রঙঃ বাড়ির রং নির্ধারণ করে যে তার ভবিষ্যৎ কেমন হবে। অনেকের মধ্যেই বাড়ির অন্দর ও বাইর চুনকাম করার প্রবণতা দেখা যায়। এর ফলে আরো বেশি করে নোনা ধরে। তাই চেষ্টা করুন অ্যাক্রিলিক ইমালশন দিয়ে প্লাস্টিক পেন্ট (Plastic paint)করাতে বাড়ির দেওয়ালে। রঙ করানোর সময় তার মেয়াদ দেখে নিন। বাইরের রোদ, জল ও নোনা ধরার আনুষঙ্গিক কারণ গুলি এতে করে নির্মূল তো হবেই হবে, সাথে উজ্জ্বলতা ও মসৃণতা ও ধরে রাখবে বহুদিন।

শীতলপাটিঃ গরমকালে শীতলপাটিতে ঘুম দেয়নি এরকম মানুষ পাওয়া যাবে না। কিন্তু এই শীতলপাটি উত্তম শোষক রূপেও কাজ করে থাকে। তাই দেয়ালে আসা অতিরিক্ত আর্দ্রতা এটি এবসর্ব করে নিতে সক্ষম। কাঠের ফ্রেমে আটকে দিতে পারেন দেয়ালে। ইন্টেরিয়র ডিজাইন এ প্লাই ও ইউজ করতে পারেন। এতে বাড়ির বৈচিত্র্য ও সুরক্ষা দুটোই অটুট থাকে।

কিউরিংঃ কংক্রিটের প্লাস্টার শুকোনোর পর তাকে নিয়মিত ভেজা রাখা দরকার। যেটা আমরা শুরুতেই অবহেলা করি। প্লাস্টার (Plaster)হবার অন্তত ২০দিন পর তাতে রং চড়ান নইলে নোনা ধরার চান্স অনেকটা। রং করবার আগে দেয়াল স্যান্ডপেপার দিয়ে ভালো করে ঘষে ঘষে মাজুন তারপর তাতে প্রাইমার দিন যাতে প্লাস্টার ও রঙের মধ্যে একটা সংযোগ স্থাপন হয়। রং করার সময় রোলার ব্যবহার করুন। যাতে ফাটল না ধরে তার জন্য এনামেল পুট্টি খুব ভালো অপশন।

Mailing List