পাকিস্তান কী পারবে হকিতে বিশ্বসেরার রেকর্ড ধরে রাখতে?

পাকিস্তান কী পারবে হকিতে বিশ্বসেরার রেকর্ড ধরে রাখতে?
06 Jan 2023, 10:11 AM

পাকিস্তান কী পারবে হকিতে বিশ্বসেরার রেকর্ড ধরে রাখতে?

 

আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: এখনও হকিতে সেরা পাকিস্তান। এখনও পর্যন্ত হকিতে ১৪টি বিশ্বকাপ হয়েছে। তার মধ্যে চারবারই বিশ্ব চাম্পিয়ান হয়েছে পাকিস্তানের হকি দল। দ্বিতীয় স্থান দখল করেছে দু’বার। সেই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি।

তারপরেই অবশ্য রয়েছে নেদারল্যান্ডল। নেদারল্যান্ডসের ঝুলিতে রয়েছে তিনটি বিশ্বকাপ। আর চারবার দ্বিতীয় হয়েছে। তৃতীয় স্থান দখল করেছে দু’বার। অর্থাৎ সব সময় কিন্তু পাকিস্তানের ঘাড়ে নিশ্বাস ফেলছে বলা যায়। যে কোনও সময় পাকিস্তানের রেকর্ড ভাঙতেই পারে। পিছিয়ে নেই অস্ট্রেলিয়াও। অস্ট্রেলিয়াও কিন্তু তিনবারের বিশ্বজয়ী। দু’বার দ্বিতীয় স্থান দখল করেছে। আর তৃতীয় স্থান দখল করেছে পাঁচবার। ফলে পিছিয়ে নেই অস্ট্রেলিয়াও।

তারপরেই রয়েছে জার্মানি। তারা দু’বারের বিশ্ব চাম্পিয়ান। ভারত ও বেলজিয়াম মাত্র একবার করে বিশ্বকাপ জিততে সক্ষম হয়েছে। আবার চলতি মাসেই হকি বিশ্বকাপের আসর বসছে ভারতের ওডিশাতে। দেখার পাকিস্তান নিজের রেকর্ড ধরে রাখতে পারে নাকি পাকিস্তানকে টপকে যাবে দুই প্রবল প্রতিদ্বন্দ্বী দুই দেশ।

Mailing List