প্রশ্ন ভুলে আরও ২২ জনকে প্রাথমিক শিক্ষকের চাকরি দেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের

প্রশ্ন ভুলে আরও ২২ জনকে প্রাথমিক শিক্ষকের চাকরি দেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের
আনফোল্ড বাংলা প্রতিবেদন: পুজো যত এগিয়ে আসছে ততই একটু একটু করে হাসি ফুটছে আন্দেলনরত চাকরিপ্রার্থীদের। বুধবার ২০১৪ সালের টেটে ভুল প্রশ্ন মামলায় আরও ২২ জনকে চাকরি দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। যোগ্যতার ভিত্তিতে অবিলম্বে তাঁদের নিয়োগের নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর নির্দেশে এই মামলায় আগেই প্রাথমিকে ১৮৫ জনকে শিক্ষক পদে নিয়োগ করার সুপারিশ করা হয়েছে। এদিন সেই তালিকায় যুক্ত হলেন আরও ২২ জন।
টেটের প্রশ্নপত্রে ভুল মামলায় এর আগে চার দফায় কয়েকজনকে নিয়োগের সুপারিশ করেছে হাইকোর্ট। প্রথম তালিকায় ২৩ জন, দ্বিতীয় তালিকায় ৫৪ জন, তৃতীয় তালিকায় ১১২ জন ও চতুর্থ তালিকায় ৬৫ জনকে নিয়োগের সুপারিশ করেছে আদালত। এবার সেই তালিকায় যোগ হল আরও ২২ জনের নাম। ২০১৪ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা বা টেটে ৬টি প্রশ্নে ভুল ছিল। এ নিয়ে মামলা হয় কলকাতা হাইকোর্টে। ২০২১ সালে প্রাথমিক শিক্ষা পর্ষদকে পরীক্ষার্থীদের অতিরিক্ত নম্বর দেওয়ার নির্দেশ দেয় আদালত। অতিরিক্ত নম্বর দেওয়ার পরই দেখা যায় বহু পরীক্ষার্থী টেটে পাশ করে গিয়েছেন। এবার তাঁদের নিয়োগের নির্দেশ দিল আদালত। এই সূত্র ধরে প্রায় ২০০ জন পরীক্ষার্থীকে নিয়োগের নির্দেশ দিল আদালত।


