আরও ১১২ জন টেট উত্তীর্ণকে প্রাথমিক বিদ্যালয়ে চাকরি দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

আরও ১১২ জন টেট উত্তীর্ণকে প্রাথমিক বিদ্যালয়ে চাকরি দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট
আনফোল্ড বাংলা প্রতিবেদন: আরও ১১২ জন টেট উত্তীর্ণকে চাকরি দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এই নির্দেশ দিয়েছেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ। এই নিয়ে মোট ১৮৯ জন টেট পরীক্ষার্থীকে প্রাথমিক বিদ্যালয়ে চাকরি দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি। চাকরির সময়সীমাও বেঁধে দিয়েছেন বিচারপতি। প্রত্যেককেই চাকরি দিতে হবে পুজোর আগেই।
সোমবার ২৩ জনকে চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। মঙ্গলবার ৫৪ জনকে চাকরি দেওয়ার নির্দেশ দেন তিনি। আর বুধবার দিলেন আরও ১১২ জনকে চাকরি দেওয়ার নির্দেশ।
পর্ষদের ভুল প্রশ্ন, তার জেরে টেট পরীক্ষার্থীদের প্রাপ্য বাড়তি নম্বর এবং প্রশিক্ষণপ্রাপ্ত পরীক্ষার্থীদের যোগ্যতার ভিত্তিতে চাকরি চেয়ে কলকাতা হাই কোর্টে আবেদন করেছিলেন নূর আলম। তার প্রেক্ষিতেই এই নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ।


