ব্যবসায়িক শত্রুতা, ভয় দেখাতেই মাওবাদী পোস্টার! মূল অভিযুক্তকে খুঁজছে পুলিশ

ব্যবসায়িক শত্রুতা, ভয় দেখাতেই মাওবাদী পোস্টার! মূল অভিযুক্তকে খুঁজছে পুলিশ
25 Jan 2023, 06:15 PM

ব্যবসায়িক শত্রুতা, ভয় দেখাতেই মাওবাদী পোস্টার! মূল অভিযুক্তকে খুঁজছে পুলিশ

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: ব্যক্তিগত আক্রোশ মেটাতে মাওবাদী পোস্টার ছাপিয়ে ফাঁসাতে চেয়েছিল একসময়ের ব্যবসায়ী ‘পার্টনার’দের। গুড়গুড়িপাল থানার চাঁদড়া এলাকার একটি সাইবার কাফে থেকে প্রচুর পরিমাণে মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধারের ঘটনার তদন্তে এমনই চাঞ্চল্যকর তথ্য হাতে এসেছে পুলিশের কাছে। সাইবার কাফের মালিক অভিজিৎ মাহাতোকে গ্রেপ্তার করলেও মূল অভিযুক্ত এখনও অধরা। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েক দিন আগে পিড়াকাটা থানায় পুলিশের কাছে ফোন আসে এক অপরিচিত যুবকের। ওই যুবক পুলিশকে জানায়, তার এলাকারই দুই পরিচিত যুবক নতুন করে মাওবাদী কার্যকালপের সঙ্গে যুক্ত হয়ে পড়েছে। বড়সড় নাশকতার ছকও নাকি তারা কষছে। ঘটনার কথা জানতে পেরেই তদন্তে নামে পুলিশ। ইনফর্মার সূত্র ধরে দুই যুবককে নজরে রাখতে শুরু করেন তদন্তকারীরা। এরপরই গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ জানতে পারে, দুই যুবকই অত্যন্ত সাধারণ পরিবারের। এদের সঙ্গে মাওবাদী কার্যকলাপের কোনও যোগ নেই। তাহলে ওই ইনফর্মার কী মিথ্যা কথা বলল? যদি মিথ্যা বলে থাকে, তাহলে কেন?

এরপর থেকে ওই যুবককে নজরে রাখতে শুরু করে পুলিশ। দেখা যায়, চাঁদড়া এলাকার একটি সাইবার কাফেতে ঘনঘন যাতায়াত রয়েছে ওই যুবকের। এরপরেই সোমবার রাতে ওই দোকানে হানা দেয় পুলিশ। দোকানের কম্পিউটার ঘেঁটে মাওবাদী পোস্টার খুঁজে পায়। দোকান থেকে প্রচুর ছাপানো পোস্টার উদ্ধার হয়। পুলিশ কম্পিউটার, প্রিন্টার সহ অন্যান্য সামগ্রী বাজেয়াপ্ত করে। মঙ্গলবার কোর্টে ওই যুবক বলেন, "আমি ছাপাতে চাইনি। আমাকে দিয়ে জোর করে পোস্টার ছাপানো হয়েছে।" সম্পূর্ণ ঘটনার পিছনে পিড়াকাটার গোলকচকের এক রয়েছে বলে তিনি দাবি করেন।

স্থানীয় সুত্রে খবর, বাম আমল থেকে পুলিশের ইনফর্মার হিসাবে কাজ করত এই যুবক। পুলিশের সঙ্গে সখ্যতা থাকার সুযোগ নিয়ে এলাকার মানুষজনকে মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখানোর অভিযোগও রয়েছে। তবে কয়েক বছর আগে একজনকে মেরে পুঁতে দেওয়ার অভিযোগে দীর্ঘদিন জেলবন্দী ছিল সে।

পুলিশ জানিয়েছে, জেল থেকে ছাড়া পেয়ে দুই পরিচিত যুবকের সঙ্গে তসরের ব্যবসা শুরু করে। কিন্তু ব্যবসার লাভের টাকার অধিকাংশই আত্মস্যাৎ করে দেয় সুকুমার মাহাতো নামে এক ব্যক্তি। যা নিয়ে তার উপর রেগে ছিলেন দুই পার্টনার। বদলা নেওয়ার চেষ্টা করে তারা। জানা যায় কিছুদিন আগে একটি মেলায় এক মহিলার সঙ্গে তুমুল ঝগড়া হয় সুকুমারের। সেই মহিলাকে ফোন করে এই দুই যুবক। ফোনে সুকুমারের ব্যাপারে সব ফাঁস করে ওই মহিলা। সেই রেকর্ডিং ভাইরাল করে দেয় ওই দুই যুবক। সেই ব্যক্তিগত আক্রোশ থেকেই দুই যুবকের বাড়িতে মাওবাদী পোস্টার লুকিয়ে রেখে ভয় দেখাতে চেয়েছিল সুকুমার। তবে তার আগেই সমস্ত পরিকল্পনা বানচাল করে দিয়েছে পুলিশ। বর্তমানে তার খোঁজে তল্লাশি চালাচ্ছে তদন্তকারীরা।

Mailing List