বিএসএফ ঘিরে ফেলে তৃণমূল বিধায়কের কারখানা, চলে তল্লাশি

বিএসএফ ঘিরে ফেলে তৃণমূল বিধায়কের কারখানা, চলে তল্লাশি
11 Jan 2023, 06:00 PM

বিএসএফ ঘিরে ফেলে তৃণমূল বিধায়কের কারখানা, চলে তল্লাশি

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং তৃণমূল বিধায়ক জাকির হোসেনের কারখানায় হানা দিলেন আয়কর দপ্তরের অফিসাররা। এদিন মুর্শিদাবাদের শামসেরগঞ্জে জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেনের বিড়ি কারখানায় আয়কর দপ্তর হানা দেয়। একই সঙ্গে কয়েকটি চালকলেও হানা দিয়েছেন আধিকারিকেরা।

শামসেরগঞ্জের গোবিন্দপুরে আনন্দ বিড়ি ফ্যাক্টরি এবং সিতির বিড়ি ফ্যাক্টরিতে এদিন বেলা ১১ টা নাগাদ আয়কর দপ্তরের অফিসাররা একসঙ্গে রেড করেন। ঠিক একই সময়ে একাধিক চালকলেও তারা হানা দেন।  আয়কর দপ্তরের অফিসারদের হানাকে কেন্দ্র করে এলাকায় জুড়ে চাঞ্চল্য ছড়ায়। জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেনের কারখানায় হানা দেওয়ার আগে বিএসএফ জওয়ান দিয়ে পুরো এলাকা দুটিকে ঘিরে ফেলা হয়। তারপরেই আয়কর বিভাগের আধিকারিকেরা দফায় দফায় কয়েকটি গাড়িতে করে সেখানে আসেন। কারখানায় ঢুকে একেবারে তল্লাশি চালান। তল্লাশি অভিযান কি জন্য চালানো হয়েছে তা এখনো জানা যায়নি। তবে বিড়ি কারখানায় থাকা বেশ কিছু নথিপত্র আয়কর বিভাগের আধিকারিকেরা খতিয়ে দেখেন।

Mailing List