ধানগাছে বাদামি শোষক পোকার উৎপাত, কিভাবে বাঁচাবেন আপনার কষ্টের ফসল, পরামর্শ দিচ্ছেন কৃষি বিশেষজ্ঞরা

ধানগাছে বাদামি শোষক পোকার উৎপাত, কিভাবে বাঁচাবেন আপনার কষ্টের ফসল, পরামর্শ দিচ্ছেন কৃষি বিশেষজ্ঞরা
11 Nov 2023, 12:45 PM

ধানগাছে বাদামি শোষক পোকার উৎপাত, কিভাবে বাঁচাবেন আপনার কষ্টের ফসল, পরামর্শ দিচ্ছেন কৃষি বিশেষজ্ঞরা

 

 অর্ক মান্না সৌরভ সেন

 

বাদামি শোষক পোকার আক্রমণে বেশির ভাগ জায়গায় মাঠের ধান মাঠেই পড়ে থাকছে বলে দাবি করেছেন চাষিরা। খামখেয়ালি আবহাওয়ার জেরে বা ঠান্ডা গরমের জন্য এই সমস্যা দেখা যায়। তবে চাষীরা সতর্ক থাকলে বাদামি শোষক পোকা থেকে ফসল বাঁচানো সম্ভব। প্রথমে কয়েকটি বাদামি শোষক পোকা (স্থানীয় স্তরে এটি ভ্যানভেনে পোকা বলে পরিচিত) ধান গাছের কাণ্ডে বসে। তার পরে ঝাঁকে ঝাঁকে কান্ডে এসে বসে থাকে। পোকার নিম্ফ ও পুর্নাঙ্গ দশা গাছের নিচে জমায়েত হয় এবং কান্ড থেকে রস চুষে খায়। ফলে কিছু দিন পরেই সবুজ গাছ লালচে হলুদ হয়ে শুকিয়ে যায়। জমির যে সমস্ত জায়গায় পোকার হামলা বেশি, সেখানে ‘চাক চাক দাগ (হপারবার্ন) দেখা যায়। এই সমস্যার পিছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। ঘন করে ধান রোয়ার জন্য গাছের ভিতর হাওয়া কম খেলে। আবার অতিরিক্ত নাইট্রোজেন সার প্রয়োগ করার ফলেও সমস্যা ঘটে। আবার একই সময়ে গোটা মাঠ জুড়ে কীটনাশক প্রয়োগ হয় না। ফলে যেখানে কীটনাশক প্রয়োগ করা হয়, পোকাগুলি তখন পাশের খেতে চলে যায়। উচ্চ আপেক্ষিক আর্দ্রতা(৮০–৯০%)এই পোকার বৃদ্ধির কারণ। 

 

কি ভাবে মিটবে এই সমস্যা -

জমি নিয়মিত পরিচর্যা করলে পোকার উপদ্রব থেকে গাছকে বাঁচানো সম্ভব হয়। সেচ ব্যবস্থা ভাল রাখতে হবে পর্যায়ান্বিত ধান জমি ভেজাতে ও শুকোতে হবে আর্দ্রতা কমানোর জন্য ।

জমি আগাছা মুক্ত রাখা, আক্রান্ত জমির জল বার করে দেওয়া, ধান গাছের গোড়ায় যাতে আলো-বাতাস পৌঁছতে পারে সে ব্যবস্থা করা, আক্রান্ত জমিতে অতিরিক্ত ইউরিয়া সার প্রয়োগ না করা, সুষম মাত্রায় রাসায়নিক সার প্রয়োগ, জমিতে কীটনাশক প্রয়োগের সময় গাছের গোড়ার দিকে খেয়াল রেখে ‘স্প্রে’ করা,এগুলো নিয়ন্ত্রণ করলে প্রতিকার সম্ভব। প্রতি বিঘায় চার কেজি করে কুইনালফস ১.৫%, মিথাইল প্যারাথিয়ান ২%, ফেনভেলারেট ৪% যন্ত্রের সাহায্য গুঁড়ো করে ছড়ালে ভাল হয়। হাতে করে ছড়িয়ে কোনও লাভ হবে না। একই সঙ্গে অ্যাসিফেট ৫০% ও ইমিডাকলোপ্রিড ১.৮% মিশ্রণ কিংবা অ্যাসিটামিপ্রিড এক গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে। জমিতে বন্ধু পোকা মিরিড বাগ ও উল্ফ মাকড়সা এই বাদামি শোষক পোকাদের খেয়ে ফেলে।

 

লেখক: অর্ক মান্না সৌরভ সেন , গবেষক, কীটতত্ব বিভাগ, বিধান চন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, নদীয়া।

Mailing List