ভাইয়ের স্ত্রীকে ধর্ষনের অভিযোগে গ্রেফতার ভাসুর

ভাইয়ের স্ত্রীকে ধর্ষনের অভিযোগে গ্রেফতার ভাসুর
প্রদীপ চট্টোপাধ্যায়, বর্ধমান
ভাইয়ের অনুপস্থিতির সুযোগ নিয়ে ভ্রাতৃবধূকে ধর্ষণ করার অভিযোগে গ্রেফতার হলেন ভাসুর। ধৃতের নাম ইন্নাল শেখ। তার বাড়ি পূর্ব বর্ধমানের ভাতার থানার বলগোনা পঞ্চায়েতের শিকত্তর গ্রামে। ভাতার থানার পুলিশ বুধবার রাতে বাড়ি থেকে অভিযুক্তকে গ্রেফতার করে। সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পুলিশ বৃহস্পতিবার ধৃতকে পেশ করা হয় বর্ধমান আদালতে। আদালত ধৃতকে ১৭ মার্চ পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইন্নাল শেখরা দুই ভাই। তাদের মধ্যে ইন্নাল বড়। তার ছোট ভাই রাজমিস্ত্রির কাজে কেরালায় থাকেন। দেড় বছর বয়সী সন্তানকে সঙ্গে নিয়ে ছোট ভাইয়ের স্ত্রী বাড়িতে নিজের মত করেই থাকেন। ওই গৃহবধূর অভিযোগ, তাঁর স্বামী বাড়িতে না থাকার সূযোগ নিয়ে ইন্নাল শেখ গত ২৬ ফেব্রুয়ারি রাতে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। বিষয়টি তিনি শাশুড়ি ও শ্বশুরবাড়ির অন্যদের জানালে তারা ঘটনার কথা চেপে যেতে বলেন। কিন্তু শাশুড়ির উপদেশ মেনে না নিয়ে তিনি তাঁর স্বামীকে সমস্ত ঘটনা জানান। এরপর কেরালা থেকে নিজের বাড়ি ফিরে আসেন ওই মহিলার স্বামী। বুধবার স্বামীকে সঙ্গে নিয়ে তিনি ভাতার থানায় অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে মামলা রুজু করে পুলিশ। রাতেই ইন্নাল শেখকে গ্রেফতার করা হয় । কুকীর্তির জন্য অভিযুক্ত ভাসুরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন ওই গ্রিহবধূ।

