সরতেই হচ্ছে ব্রিজভূষণকে, ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের ঘোষণায় উঠল অবস্থান

সরতেই হচ্ছে ব্রিজভূষণকে, ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের ঘোষণায় উঠল অবস্থান
21 Jan 2023, 01:00 PM

সরতেই হচ্ছে ব্রিজভূষণকে, ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের ঘোষণায় উঠল অবস্থান

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: পরপর দুদিন বৈঠক। অবশেষে বরফ গলল শুক্রবার গভীর রাতে। দ্বিতীয় দিনের বৈঠক শেষ হল রাত প্রায় দুটোয়। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর ঘোষণা করলেন রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট তথা বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংকে ইস্তফা দিতে বলা হয়েছে। এরপরই গভীর রাতে অবস্থান তুলে নেওয়ার কথা ঘোষণা করেন কুস্তিগীররা।

রেসলিং ফেডারেশন অব ইন্ডিয়ার বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ তুলে বিক্ষোভরত দেশের মহিলা কুস্তিগিরদের পাশে এসে দাঁড়িয়েছিলেন পুরুষ কুস্তিগীররাও। পাশাপাশি ধর্নায় শামিল হয়েছিলেন অন্যান্য ক্রীড়াবিদরাও। দিল্লির যন্তর-মন্তরে তাঁরা ধর্না চালাচ্ছিলেন। তাঁদের সঙ্গে গিয়ে দেখা করেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। পরপর দু’দিন তাঁদের সঙ্গে বৈঠকও হয়। কিন্তু ব্রিজভূষণকে সরানোর সিদ্ধান্তে অনড় থাকেন কুস্তিগীররা। অবশেষে শুক্রবার গভীর রাতে অনুরাগ ঠাকুর জানিয়ে দেন, ব্রিজভূষণকে সিংকে পদত্যাগ করতে বলা হয়েছে। সেই সঙ্গে কুস্তিগিরদের সব অভিযোগের তদন্তেরও নির্দেশ দেন তিনি।তিনি বলেন, এই তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। তাদের চার সপ্তাহ সময় দেওয়া হয়েছে। তার মধ্যে তদন্ত প্রক্রিয়া শেষ করতে হবে। শনিবার এই কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হবে। এবং এই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই প্যানেল ফেডারেশনের প্রতিদিনের কার্যকলাপের দিকে নজর রাখবে।

গত বুধবার থেকে দিল্লির যন্তর-মন্তরে বিক্ষোভ, প্রতিবাদে নেমেছেন দেশের কুস্তিগিররা। বৃহস্পতিবার রাতে প্রথম অনুরাগ ঠাকুর তাঁদের সঙ্গে বৈঠক করেন। চার ঘণ্টার বৈঠকের শেষে পুনরায় কুস্তিগিরদের সঙ্গে বৈঠকের আশ্বাস দেন তিনি।কথা মতো শুক্রবার রাতে ফের ভিনেশ ফোগত, সাক্ষী মালিক, রবি দাহিয়া ও বজরং পুনিয়ার সঙ্গে বৈঠক করেন অনুরাগ ঠাকুর। তারপরই কেন্দ্রীয় মন্ত্রী ব্রিজভূষণ সিংয়ের পদত্যাগের ঘোষণা করেন। তাঁর এই আশ্বাসে প্রতিবাদ, বিক্ষোভ তুলে নেওয়ার ঘোষণা করেন কুস্তিগিররা। অনুরাগ ঠাকুরের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে, বজরং পুনিয়া বলেন, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী আমাদের দাবি শুনেছেন এবং আমাদের একটি যথাযথ তদন্তেরও আশ্বাস দিয়েছেন।তাই আমরা এই প্রতিবাদ তুলে নিচ্ছি।

Mailing List