কুস্তির কেচ্ছা: তদন্ত কমিটি হতেই ফোগতদের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে আসরে ব্রিজভূষণ

কুস্তির কেচ্ছা: তদন্ত কমিটি হতেই ফোগতদের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে আসরে ব্রিজভূষণ
23 Jan 2023, 09:45 PM

কুস্তির কেচ্ছা: তদন্ত কমিটি হতেই ফোগতদের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে আসরে ব্রিজভূষণ

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: এবার তারকা কুস্তিগীরদের বিরুদ্ধে আসরে নামলেন সদ্য অপসারিত কুস্তি ফেডারেশনের প্রেসিডেন্ট ব্রিজভূষণ শরণ সিং। ভিনেশ ফোগতদের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হলেন তিনি। ভিনেশদের বিরুদ্ধে তিনি আন্দোলনে বসার আগে জোর করে টাকা তোলা ও প্রতারণা অভিযোগে এনেছেন। ভিনেশ ছাড়াও সাক্ষী মালিক, বজরং পুনিয়ারাও এতে জড়িত ছিলেন বলেই দাবি ব্রিজভূষণের। এই অভিযোগ তুলে এই কুস্তিগীরদের বিরুদ্ধে এফআইআর-এর নির্দেশিকা চেয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। 

এই ঘটনায় বজরং পুনিয়া, অংশু মালিক, সোনম মালিক এবং সঙ্গীতা ফোগতরাও জড়িত বলে জানিয়েছেন ব্রিজভূষণ। ব্রিজভূষণের আরও অভিযোগ, আন্দোলনের আগে ভিনেশ ব্রিজভূষণের থেকেও অনেক টাকা নিয়েছিলেন। তারপরও তাঁর ওপর মানসিক ভাবে অত্যাচার করেছেন অভিযুক্ত মহিলা কুস্তিগীররা। এখন দেখার আদালত ব্রিজভূষণের আবেদনের জবাবে কী পদক্ষেপ করে। এর আগে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর রেসলিং ফেডারেশনের প্রেসিডেন্টের পদ থেকে ব্রিজভূষণ শরণ সিংকে সরানোর ঘোষণা করেন। সেই সঙ্গে ফেডারেশনের যাবতীয় কাজকর্ম আপাতত বন্ধ রাখারও নির্দেশ দিয়েছে সরকার। কুস্তিগীরদের সঙ্গে বৈঠকে অনুরাগ ঠাকুর এই ঘটনার তদন্তে একটি ওভারসাইট কমিটি গঠনের ঘোষণা করেছিলেন। পাশাপাশি ব্রিজভূষণের বদলে ফেডারেশন চালাবে এই কমিটি। এই কমিটি গঠন পর্যন্ত রেসলিং ফেডারেশনের যাবতীয় কাজ বন্ধ থাকবে।

এই আবহে ফেডারেশনের সহ সভাপতি বিনোদ তোমারকেও বরখাস্ত করেছে ক্রীড়ামন্ত্রক। কুস্তি ফেডারেশনের অপসারিত প্রেসিডেন্ট ব্রিজভূষণের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রধান পিটি উষাকে নিয়ে ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির নেতৃত্ব আছেন মহিলা বক্সার এমসি মেরিকম। এদিকে যে ওভারসাইট কমিটি ব্রিজভূষণের বিরুদ্ধে তদন্ত করবে, সেটার সদস্যদের নাম শীঘ্রই ঘোষণা করা হবে।

Mailing List