বিহারে ভেঙে পড়ল সেতুর পিলার

বিহারে ভেঙে পড়ল সেতুর পিলার
24 Sep 2023, 06:00 PM

বিহারে ভেঙে পড়ল সেতুর পিলার

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: ফের সেতু ভাঙল বিহারে। বৃষ্টিপাত প্রবলই হয়েছে। তবে সেতু ভেঙে পড়ার মতো বৃষ্টিপাত হয়নি। কিন্তু তাতেই বিহারের জামুই জেলায় একটি সেতুর চারটি পিলার ভেঙে পড়ল। ঘটনাটি ঘটেছে শনিবার। জানা গেছে, বারনার নদীর উপর সোনে চুরহেত সেতুর চারটি পিলারই ভেঙে পড়েছে। সাম্প্রতিককালে বিহারে এই নিয়ে অন্তত তিনটি সেতু ভেঙে পড়ল। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের পণ‌্য দিয়ে সেতু তৈরি করার জন‌্যই এরকম বিপর্যয় বারবার ঘটছে। নিম্নমানের নির্মাণ সামগ্রী ব‌্যবহার করার জন‌্যই এই ঘটনা ঘটছে।

সংবাদসংস্থা সূত্রে খবর, শনিবার দিনভর প্রবল বৃষ্টি হয়েছে। তার জেরে বারনার নদীর জলস্তর বেড়ে যায়। দুপুরে হঠাৎই সেতুর তিনটি পিলার ধসে পড়ে। যদিও কেউ হতাহত হননি। সোনো ব্লকের সঙ্গে ১২টি গ্রামের সংযোগরক্ষা করত এই সেতুটি। এই সেতুর উপর দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সোনো ব্লকের উন্নয়ন অফিসার রাজেশ কুমার জানিয়েছেন, ‘‘সেতুর উপর থেকে ছয় থেকে দশ নম্বর পিলার ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা সাধারণ মানুষকে এই বিপর্যয় সম্পর্কে অবহিত করেছি। প্রাথমিকভাবে অনুমান, হঠাৎ জলস্ফীতির কারণেই এই বিপর্যয় ঘটেছে। বিপদ এড়াতে সেতুর উপর দিয়ে আপাতত যান চলাচল বন্ধ রাখা হয়েছে। আধিকারিকরা ক্ষতিগ্রস্ত এলাকায় শিবির করে অবস্থান করছেন।’’ এই ঘটনার পর স্থানীয় বাসিন্দারা রীতিমতো ক্ষিপ্ত হয়ে পড়েছেন।

তাঁদের বক্তব্য, নির্মাণে খারাপ মানের সামগ্রী ব‌্যবহার করার কারণেই এই বিপর্যয় ঘটেছে। তা ছাড়া, নদী থেকে বিশেষ করে সেতুর পিলারের কাছ থেকে ক্রমাগত বালি তোলার কারণে সেতুর ভিত নড়বড়ে হয়েছে। যেকোনও দিন এর থেকেও বড় বিপদ ঘটতে পারে। স্থানীয় প্রশাসনকে বারবার অবহিত করা হলেও তাদের তরফে কোনওরকম পদক্ষেপ নেওয়া হয়নি। আগে থেকে সতর্ক হলে এই ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হতো বলেই মনে করেছেন বাসিন্দারা। এর আগে ৪ জুন খাগারিয়া জেলাতেও একটি নির্মীয়মাণ সেতু ভেঙে পড়ে। তারও আগে কিষাণগঞ্জ এলাকায় একটি সেতু ভেঙে পড়েছিল। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ‌্য সরকারকে আক্রমণ শানিয়েছে বিজেপি। তাদের নেতা নিখিল আনন্দ বলেন, ‘‘রাজ‌্য সরকারের উচিত এই ব‌্যাপারে সতর্ক দৃষ্টি রাখা। বেশ কয়েকদিন ধরেই একের পর এক সেতু ভেঙে পড়ছে। যা ঠিক নয়।’’

Mailing List