শ্বাস নিও সাবধানে / কবিতা

29 Oct 2023, 02:00 PM
শ্বাস নিও সাবধানে / কবিতা
সুমন ঘোষ
চারদিকে অনেক মানুষ
শোভাযাত্রা শেষে কৈলাশে যাবেন উমা
তুমি শ্বাস নিও সাবধানে
কথাটা নিতান্তই সাদামাঠা
তবু কে যেন বলে গেল কানে কানে
জন সমুদ্রে ভেসে
শোভাযাত্রা শেষে
কৈলাশে যাবেন উমা
কে কোথায় লুকিয়ে কাঁদে
কে যে চায় ক্ষমা
সব হয় অগোচরে
লেন্স দিশে হারায়
ভিড়ের বুক চিরে
তবু কে যেন বলে গেল কানে কানে
তুমি শ্বাস নিও সাবধানে।


