অলিম্পিকে ব্রাত্যই ক্রিকেট, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল কবে?

অলিম্পিকে ব্রাত্যই ক্রিকেট, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল কবে?
21 Jan 2023, 10:00 PM

অলিম্পিকে ব্রাত্যই ক্রিকেট, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল কবে?

 

আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: অলিম্পিকে ব্রাত্যই থাকল ক্রিকেট। ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে অর্ন্তভুক্ত হল না ক্রিকেট। লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে নতুন ২৮টি খেলা অর্ন্তভুক্ত হবে।

টি টোয়েন্টি ক্রিকেটকে অলিম্পিকে অর্ন্তভূক্ত করার বিষয়টি অনেকদূর এগোলেও শেষ পর্যন্ত আইওসি ব্রাত্যই রাখল ক্রিকেটকে। মনে করা হচ্ছে ২০০২ সালের অলিম্পিকে ২২ গজের খেলাকে দেখা যেতে পারে।

আইসিসি-র প্রস্তাব মেনে নেওয়া হলে মহিলা ও পুরুষদের ব়্যাঙ্কিংয়ে প্রথম ছয়ে থাকা ছটি করে দেশকে অলিম্পিক্সে খেলার সুযোগ দেওয়া হতে পারে। হয়তো নির্দিষ্ট একটি দিন নির্ধারিত করে দেওয়া হবে। সেই দিন পর্যন্ত কোন দলের কী ব়্যাঙ্কিং, তার ওপর নির্ভর করে যোগ্যতা অর্জনের বিষয়টি ঠিক করা হবে। তবে অলিম্পিক্সে ক্রিকেট অন্তর্ভুক্ত হলে কী ফর্ম্যাটে সোনা, রুপো ও ব্রোঞ্জ পদকজয়ী নির্ধারিত হবে, তা এখনও চিন্তাভাবনার স্তরে রয়েছে।

এদিকে, আইসিসির তরফে সরকারিভাবে কিছু বলা না হলেও, একাধিক রিপোর্ট অনুযায়ী আগামী ৮ থেকে ১২ জুন লন্ডনের ওভালে এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আয়োজিত হবে। ম্যাচ বৃষ্টির কবলে পড়লে ফলাফল নির্ণয়ের জন্য একটি রিজার্ভ ডেও থাকবে বলে শোনা যাচ্ছে। গত বারের আইপিএল শেষ হওয়ার পর পরই বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনাল আয়োজিত হয়েছিল। তবে এবারের আইপিএল মে মাসে শেষ হওয়ার কথা।

অন্যদিকে, অনুশীলন শুরু করে দিলেন যশপ্রীত বুমরা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজ়ের আগে তৈরি হচ্ছেন তিনি। শুক্রবার ভারতের বোলিং কোচ পরশ মামব্রে বলেছিলেন যে, বুমরার কোনও বিকল্প নেই ভারতে।

Mailing List