অস্ট্রেলিয়া সিরিজেও ব্রাত্য, সোশ্যাল সাইটে অর্থপূর্ণ পোস্ট করলেন চাহাল

অস্ট্রেলিয়া সিরিজেও ব্রাত্য, সোশ্যাল সাইটে অর্থপূর্ণ পোস্ট করলেন চাহাল
21 Nov 2023, 06:32 PM

অস্ট্রেলিয়া সিরিজেও ব্রাত্য, সোশ্যাল সাইটে অর্থপূর্ণ পোস্ট করলেন চাহাল

 

আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হয়নি যুজবেন্দ্রর। সেই নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিলেন। এমনকী চাহাল বলেন, 'সুযোগ না পাওয়ায় খারাপ তো লাগছেই। এইসবে আমি অভ্যস্ত হয়ে গিয়েছি। দেখতে দেখতে তিনটে বিশ্বকাপ এভাবেই হয়ে গেল। কিন্তু আমার জীবনের মূল মন্ত্র এগিয়ে যাওয়া। সেটাই আমি চেষ্টা করছি।' উল্লেখ্য, ২০২১ সালের টি২০ বিশ্বকাপ হোক বা ২০২২ বিশ্বকাপ, কিংবা ২০২৩-এর একদিনের বিশ্বকাপ--- যুজবেন্দ্র চাহালের ভাগ্যে একবারও শিকে ছেড়েনি। অনেকেই ভেবেছিলেন, এবারের বিশ্বকাপে জায়গা পাবেন। সেই সিরিজের স্কোয়াডে সুযোগ পাননি টিম ইন্ডিয়ার তারকা স্পিনার যুজবেন্দ্র চাহাল। তারপর সোশ্যাল মিডিয়া সাইটে  একটি হাসির ইমোজি পোস্ট করেন। হাসির মাধ্যমেই নিজের দুঃখ প্রকাশ করেছেন চাহাল। তাঁর এই পোস্ট দেখে নেটিজ়েনরা বলছেন, ‘সমঝদারো কে লিয়ে ইশারা হি কাফি হ্যায়’।ভারতের টি-টোয়েন্টি দলে জায়গা হয়নি সঞ্জু স্যামসনও। আইপিএলে চহাল খেলেন রাজস্থান রয়্যালসের হয়ে। সেই দলেরই অধিনায়ক সঞ্জু। তাঁকে না নিয়ে উইকেটরক্ষক হিসাবে জিতেশ শর্মাকে নেওয়া হয়েছে। দলে সুযোগ না পেয়ে সঞ্জু অবশ্য কোনও মন্তব্য করেননি।

দেশের জার্সিতে শেষবার অগস্ট মাসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ খেলেছিলেন যুজবেন্দ্র চাহাল। এরপর থেকে আর কোনও জায়গাতেই ভারতীয় দলে দেখা যায়নতাঁকে। কয়েকদিন আগেই শেষ হয়েছে বিশ্বকাপের আসর। সেখানেও ভারতীয় দলে  চাহালকে রাখা হয়নি।

আগামী বৃহস্পতিবার, ২৩ নভেম্বর থেকে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়ার টি২০সিরিজ়। পাঁচটি টি২০ ম্যাচ হবে নভেম্বরের ২৩, ২৬, ২৮ তারিখে, পাশাপাশি ডিসেম্বরের ১ এবং ৩ তারিখে শেষ দুটি ম্যাচ হবে। এই সিরিজ় শেষ হওয়ার পর দক্ষিণ আফ্রিকা সফরে যাবে ভারতীয় দল।

Mailing List