রবিবার ডেভিস কাপে বোপান্নার শেষের কবিতা

রবিবার ডেভিস কাপে বোপান্নার শেষের কবিতা
আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: রবিবার ভারতীয় টেনিসের একটা অধ্যায় শেষ হচ্ছে। ডেভিস কাপ থেকে অবসর নিচ্ছেন রোহন বোপান্না। ২৪ বছরের ছ’ফুট চার ইঞ্চির এই খেলোয়াড়ের সিঙ্গলসে বিশ্ব র্যাঙ্কিং ৪৬৫, তবে ২০২০ সালে ১৯৮ নম্বরে উঠেছিলেন। র্যাঙ্কিংয়ে প্রথম একশো এবং প্রথম পঞ্চাশে থাকা খেলোয়াড়ের বিরুদ্ধে জয় রয়েছে।
বয়স যে কেবল একটা সংখ্যা মাত্র তা তিনি প্রমাণ করেছেন সম্প্রতি যুক্তরাষ্ট্র ওপেনের ডাবলসের ফাইনালে উঠে। সেই তারকা এবার হতাশা প্রকাশ করলেন ডেভিস কাপ নিয়ে। বোপান্না বলেছেন, 'এখন এই টুর্নামেন্ট শুধু আসো, খেলো এবং চলে যাও এই ধরনের হয়ে গিয়েছে। একটা দলগত পরিবেশ ছিল। যা গত কয়েক বছরে হারিয়ে গিয়েছে। আমাদের আগের পরিবেশ ফিরে পাওয়া দরকার।' পাশাপাশি তিনি বলেন, "এই টুর্নামেন্টের গুরুত্ব হারিয়ে যাওয়ার পেছনে নির্দিষ্ট কোনো কারণ জানা নেই। তবে অনেকে শুধুমাত্র নিজেদের নিয়ে ভাবছে। সকলেই এটিপি নিয়ে চিন্তিত। কিন্তু ডেভিস কাপ আর এটিপি ট্যুর সম্পূর্ণ আলাদা। ডেভিস কাপ প্রমাণ করে দেয় যে বিশ্বর্যাঙ্কিং বলে কিছু হয় না। এখানে দুর্বল প্রতিপক্ষের কাছেও শক্তিশালী দল হেরে যায়"।
ভারতীয় দলের বাকি সদস্যরা বোপান্নাকে এই ‘ওয়ার্ল্ড গ্রুপ টু’-এর টাই জিতে বিদায়ী উপহার দিতে পারবেন? তাতে খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। কারণ খাতায়-কলমে ভারতই এই টাইয়ে এগিয়ে। ভারতের এক নম্বর সিঙ্গলস খেলোয়াড় সুমিত নাগাল ছন্দে আছেন। অস্ট্রিয়ায় একটি চ্যালেঞ্জার প্রতিযোগিতায় ফাইনালে খেলার পরে তিনি এই টাইয়ে নামছেন।


