পড়লো বোমা, চললো গুলি, সমবায় ভোট ঘিরে উত্তপ্ত মুর্শিদাবাদ

পড়লো বোমা, চললো গুলি, সমবায় ভোট ঘিরে উত্তপ্ত মুর্শিদাবাদ
29 Dec 2022, 03:30 PM

পড়লো বোমা, চললো গুলি, সমবায় ভোট ঘিরে উত্তপ্ত মুর্শিদাবাদ

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: না, বিধানসভা বা পঞ্চায়েতের মতো গুরুত্বপূর্ণ নির্বাচন হয়তো নয়। তবুও চলল গুলি। হলো ব্যাপক বোমাবাজি। এমনটাই দেখা গেল মুর্শিদাবাদের নওদার চাঁদপুর এলাকায়। নওদার সমবায় সমিতির ভোটে বামপন্থীও কংগ্রেস কর্মীদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের কর্মীদের ভোট চলাকালীন ব্যাপক সংঘর্ষ শুরু হয়। সেই সংঘর্ষেকে কেন্দ্র করেই ব্যাপক বোমাবাজি এবং গুলি চলে। শূন্যে গুলি চালানোর অভিযোগ করেছে বাম কংগ্রেস সমর্থকরা।

এদিন নওদার চাঁদপুর সমবায় সমিতির নির্বাচন ছিল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সিপিআইএমের কর্মীরা তৃণমূল কংগ্রেসের কর্মীদের সঙ্গে নির্বাচন চলাকালীন ব্যাপক বচসায় জড়িয়ে পড়েন। ধীরে ধীরে সেই বচসা মারপিটের আকার নেয়। আর তারপরেই অগ্নিগর্ভ হয়ে ওঠে নওদা সংলগ্ন এলাকা। ব্যাপক বোমাবাজি হয়। শূন্যে গুলি চালানোর অভিযোগ উঠেছে তৃণমূলের কর্মীদের বিরুদ্ধে। চাঁদপুরের এই সমবায় সমিতির ভোটে বাম এবং কংগ্রেস জোটবদ্ধভাবে তৃণমূলের বিরুদ্ধে প্রার্থী দিয়েছে। বাম এবং কংগ্রেসের অভিযোগ, তৃণমূল লড়াইয়ের ভয়ে এই সন্ত্রাস তৈরি করছে। সমবায় সমিতির ভোটেও বোমা গুলি চলছে। একটা হাস্যকর বিষয়। তৃণমূলের এর মধ্যে গুন্ডাবাহিনী নামিয়ে দিয়েছে। বিরোধীদের এজেন্ট, প্রার্থীদের মারধর করছে। বুথের মধ্যে বিরোধীদের কোনো এজেন্টদের বসতে দেয়নি। ভোটারদের ভোটদানে বাধা দেওয়া হচ্ছে। তৃণমূল কংগ্রেস এই নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে পরাজিত হবে বলেই এই সন্ত্রাস সৃষ্টি করেছে। এমনটাই অভিযোগ বাম কংগ্রেসের স্থানীয় নেতাদের।

এক বাম নেতার অভিযোগ, তৃণমূলের ব্লক সভাপতির অনুগামীরাই ভোটের সময় এলাকায় ব্যাপক বোমাবাজি করেছে। পুলিশ এলাকায় মোতায়েন থাকলেও বিরোধীরা ওই এলাকায় ঢুকতে পারছে না। রাস্তার উপরে গুলির খোল পড়ে রয়েছে। পুলিশের মদতেই এইসব হচ্ছে। এই প্রসঙ্গে বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, পুলিশ নীরব দর্শকের ভূমিকায় রয়েছে। পঞ্চায়েত নির্বাচন নয় এটা। স্থানীয় সমবায় সমিতির নির্বাচনেও যদি গুলি চলে, তাহলে রাজ্যে আইনশৃঙ্খলা নেই এটা বলতেই হয়। স্থানীয় তৃণমূল নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করা যায়নি।

Mailing List