গোয়ালঘরে বোমা! মালদার মানিকচকে উদ্ধার ১২টি তাজা বোমা নিস্ক্রিয় করলো পুলিশ  

গোয়ালঘরে বোমা! মালদার মানিকচকে উদ্ধার ১২টি তাজা বোমা নিস্ক্রিয় করলো পুলিশ   
16 Jan 2023, 07:34 PM

গোয়ালঘরে বোমা! মালদার মানিকচকে উদ্ধার ১২টি তাজা বোমা নিস্ক্রিয় করলো পুলিশ

 

নারায়ণ সরকার, মালদা

     

সোমবার সাতসকালে মালদহের মানিকচকের ধরমপুর অঞ্চলের জেসারত টোলা এলাকার বাঁধ রোডের একটি গোয়াল ঘরে পরিত্যক্ত অবস্থায় থাকা একটি ব্যাগ ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছিল বোমাতঙ্কের। আবু কালাম আজাদ নামে এক ব্যক্তির গোয়াল ঘর থেকে সেই বোমাতঙ্ক ছড়ায়।

তারপরই পুলিশ এসে এলাকাটি ঘিরে ফেরে। খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে। বম্ব স্কোয়াড এসে ব্যাগটি উদ্ধার করে। আর তখনই দেখা যায়, ব্যাগের ভেতর রয়েছে বোমা। সেই ব্যাগ থেকে উদ্ধার করা হয় ১২ টি তাজা বল বোমা। মানিকচক থানা পুলিশের হস্তক্ষেপে বোম ডিসপোজাল স্কোয়াড এবং ফায়ার বিগ্রেড ঘটনাস্থলে পৌঁছায়। ১২ টি তাজা বল বোমা গুলিকে নির্জন এলাকায় নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করে। পাশাপাশি বোমা উদ্ধারের ঘটনা আপাতত একজনকে আটক করে ঘটনার তদন্তে নেমেছেন মানিকচক থানার পুলিশ।

Mailing List