Bollywood news: গনেশ চতুর্থীতে আম্বানিদের ঘরে তারকাদের জৌলুস

Bollywood news: গনেশ চতুর্থীতে আম্বানিদের ঘরে তারকাদের জৌলুস
20 Sep 2023, 08:00 PM

Bollywood news: গনেশ চতুর্থীতে আম্বানিদের ঘরে তারকাদের জৌলুস

আনফোল্ড বাংলা প্রতিবেদনঃ বলিউড মায়ানগরীতে সব সময়ই খবর! আম্বানির (Ambani)গণেশ বন্দনায় দেখা মিলল বলিউডের তারকাদের!চারিদিকে নিশ্ছিদ্র নিরাপত্তা। তার মধ্যেই ধুমধাম করে আয়োজন গণেশ চতুর্থীর(Ganesh chaturthy)। আর সেখানে তারকাদের হাট। সব মিলিয়ে এটাই ছিল মুকেশ আম্বানির বাড়ির পুজোর ছবি।
শাহরুখ খান, সলমন খান হয়ে ঐশ্বর্য রাই বচ্চন, নয়নতারা, বিজয় সেতুপতি, আলিয়া ভাট, সস্ত্রীক রণবীর সিং--সবাই উপস্থিত ছিলেন গনেশ চতুর্থীতে। আলোয় মুড়ে দেওয়া হয়েছিল বহুতল আবাসন। তার সঙ্গে যোগ হয়েছে রুপোলি পর্দার তারাদের জৌলুস।

Mailing List