খুব শীঘ্রই ওটিটি প্ল্যাটফর্মে ডেবিউ করতে চলেছেন বলিউডের হার্টথ্রব অভিনেতা বরুণ ধাওয়ান

খুব শীঘ্রই ওটিটি প্ল্যাটফর্মে ডেবিউ করতে চলেছেন বলিউডের হার্টথ্রব অভিনেতা বরুণ ধাওয়ান
আনফোল্ড বাংলা প্রতিবেদন: অভিনেতাদের কাছে বর্তমানে বড় পর্দার পাশাপাশি এক বিশাল সুযোগ দিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম (OTT Platform)। ভাল ছবি, ভাল ওয়েব সিরিজ নিয়ে বিভিন্ন প্লাটফর্ম প্রতিনিয়ত কাজ করে চলেছে। যার ফলে বিনোদন জগতে নিঃসন্দেহে বেড়েছে কাজের সুযোগ। একে একে প্রথম সারির বহু তারকাই ওটিটি প্ল্যাটফর্মে কাজ করার প্রস্তাব গ্রহণ করছেন।
এবার সেই তালিকায় নাম লেখালেন বরুণ ধাওয়ানও। সূত্রের খবর সম্প্রতি তিনি এক থ্রিলারের সিরিজের প্রস্তাব গ্রহণ করেছেন। চমক শুধু এখানেই ইতি নয় পাশাপাশি তার বিপরীতে দেখা যাবে সামান্থা প্রভুকে। নতুন জুটি তার ওপর বরুনের ওটিটি ডেবিউ, সবমিলিয়ে খবর সামনে আসতেই ভক্ত মনে উত্তেজনা পারদ তুঙ্গে।
এই প্রসঙ্গে অভিনেতা বরুণ ধাওয়ান জানান 'বর্তমানে আমি এমন একটা শুটিং শুরু করতে চলেছি, যার ঘোষণা খুব শীঘ্রই দর্শকদের সামনে আনব। ডিসেম্বরের প্রথম সপ্তাহে শুরু হচ্ছে এই সিরিজের কাজ।'
যদিও সদ্য মুক্তি পাওয়া ছবি ভেড়িয়া সেভাবে বক্স অফিসে জায়গা করে নিতে পারেনি। তবে অন্য স্বাদের কনটেন্ট ও চ্যালেঞ্জিং অভিনয় বলেই এই ছবিকে বরুন বিশেষ গুরুত্ব দিয়েই দেখেছেন। বরাবরই বরুণ ধাওয়ান বক্স অফিস নিয়ে খুব একটা মন্তব্য করতে পছন্দ করেন না। তাই এবার মুক্তির পর নানা চর্চা তুঙ্গে উঠলেও অভিনেতাকে এই মর্মে কোন মন্তব্যই করতে শোনা যায়নি।


