নাইজেরিয়ায় বোকো হারামের হামলায় নিহত ৫০

নাইজেরিয়ায় বোকো হারামের হামলায় নিহত ৫০
আনফোল্ড বাংলা প্রতিবেদন : নাইজেরিয়ায় ফের হামালা চালাল জঙ্গি সংগঠন বোকো হারাম। তাদের হামলায় নিহত হয়েছে কমপক্ষে ৫০ জন হয়েছেন। রবিবার নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বোরনো প্রদেশের রান শহরে এই হামলার ঘটনা ঘটে।
২০০৯ সাল থেকে নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চল-এর ওই এলাকাটি বোকো হারামের হামলার কেন্দ্রস্থলে পরিণত হয়েছে। জাতিসংঘের মতে, গত এক দশকেরও বেশি সময় ধরে ওই অঞ্চলের কয়েক লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং সাড়ে ৩ লাখ মানুষ জঙ্গিদের হামলা ও মানবিক সংকটে মারা গিয়েছে।
স্থানীয় বাসিন্দারা রবিবারের হামলার জন্য বোকো হারামকে দায়ী করেছে।
এ বিষয়ে নাইজেরিয়ার সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল অনিয়েমা নওয়াচুকউর সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।
হারুন টম নামে এক কৃষক জানান, ‘নিরীহ মানুষদের হত্যার ঘটনায় আমরা সবাই দুঃখিত। হামলার সময় মারা যাওয়া লোকজন তাদের জমিতে কাজ করছিলেন। জানি না আমাদের কত দিন আরও কত জনের প্রাণ দিতে হবে।”



