জাতীয় সড়কে দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

01 Apr 2023, 10:28 PM
জাতীয় সড়কে দেহ উদ্ধার, তদন্তে পুলিশ
আনফোল্ড বাংলা প্রতিবেদন: এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করা হলো জাতীয় সড়ক থেকে। শনিবার ৫১২ নম্বর জাতীয় সড়কে ওই ক্ষতবিক্ষত দেহটি পড়ে থাকতে দেখা যায়। বালুরঘাট শহর লাগোয়া মাহিনগর এলাকায় ওই ক্ষতবিক্ষত দেহটির উপরে বস্তা চাপা দেওয়া ছিল বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। এই ঘটনাকে ঘিরে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের তরফে অনুমান করা হচ্ছে, কোনো গাড়ি রাস্তার উপরেই ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে ধাক্কা দেয়। তারপরে গুরুতর জখম অবস্থায় তার সেখানেই মৃত্যু হয়। বালুরঘাট হাসপাতালে ওই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুরো ঘটনাটি পুলিশের তরফে খতিয়ে দেখা হচ্ছে।


