দত্তপুকুরের নিখোঁজ যুবকের দেহ উদ্ধার নয়ানজুলি থেকে, খুনের অভিযোগ পরিবারের

দত্তপুকুরের নিখোঁজ যুবকের দেহ উদ্ধার নয়ানজুলি থেকে, খুনের অভিযোগ পরিবারের
22 Sep 2022, 07:15 PM

দত্তপুকুরের নিখোঁজ যুবকের দেহ উদ্ধার নয়ানজুলি থেকে, খুনের অভিযোগ পরিবারের

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন, বারাসাতঃ কয়েকদিন নিখোঁজ থাকার পর যুবকের দেহ উদ্ধার হল জাতীয় সড়কের পাশের নয়নজুলি থেকে। পরিবারের দাবি যুবককে খুন করে নয়নজুলিতে ফেলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে দেহটি উদ্ধার হয়েছে উত্তর ২৪ পরগনা জেলার দত্তপুকুর থানার নরসিংহপুর এলাকার ৩৫ নম্বর জাতীয় সড়কের পাশের নয়নজুলি থেকে। পুলিশ সুত্রে জানাগেছে, বছর ৩২ এর ওই যুবকের নাম মিমো। মৃত্যুর কারন জানতে দেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বারাসাত জেলা সদর হাসপাতালে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

 

বাগুইহাটিতে নিখোঁজ নাবালক খুনের ঘটনার পর দত্তপুকুরের ঘটনায় নতুন করে রহস্য দানা বাঁধছে। স্থানীয় সুত্রে জানাগেছে, এদিন সকালে ওই মৃতদেহটি দেখতে পায় এলাকার বাসিন্দারা। এরপর খবর দেওয়া হয় দত্তপুকুর থানার পুলিশকে। ঘটনাস্থলে আসে দত্তপুকুর থানার পুলিশ। বাড়ির লোকের অভিযোগ রিমো নামে বছর বত্রিশের ওই যুবককে খুন করে ফেলে দেওয়া হয়েছে। জানাগেছে, বিশ্বকর্মা পুজোর দিন থেকে নিখোঁজ ছিলেন ওই যুবক। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি এমনই অভিযোগ বাড়ির লোকের। মৃতের কাকা মহম্মদ আবদুল কালামের দাবি, তার ভাইপোকে খুন করে ফেলে দেওয়া হয়েছে। তার শরীরে, হাতে, মুখে আঘাতের চিহ্ন আছে। তবে কি কারনে তাকে খুন করা হতে পারে সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।  তিনি ঘটনার সঠিক তদন্তের দাবি করেন।

Mailing List